Select Page

বীরের জন্য শাকিবের পুঁথি পাঠ

বীরের জন্য শাকিবের পুঁথি পাঠ

শাকিব খানের বছর শুরু হবে ‘বীর’ এর শুটিং দিয়ে। এতে তার কণ্ঠে শোনা যাবে গান।# প্রথমবারের মতো একসঙ্গে পাওয়া যাবে কাজী হায়াৎশাকিব খানকে
# ‘বীর’ সিনেমার নায়িকা কে জানা যায়নি
# এতে থাকছে শাকিবের কণ্ঠে বিশেষ গান। যা তৈরি হবে পুঁথি পাঠের আদলে
# এর আগেও সিনেমায় গান করেছেন এ নায়ক

শাকিব খানের ২০১৯ সাল শুরু হবে ‌‘বীর’ সিনেমার মাধ্যমে। এটি হতে যাচ্ছে বরেণ্য পরিচালক কাজী হায়াতের ৫০তম সিনেমা। আর পরিচালক-নায়কের প্রথম কোলাবরেশন। প্রযোজনা করছেন দুই বন্ধু- শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। তবে নায়িকা কে থাকছেন জানা যায়নি।

এ ছবির বড় চমক হলো ঢালিউডের এই শীর্ষ নায়কের গানে, সেটা হবে পুঁথি পাঠের আদলে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ইকবাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ছবিতে চমকের পর চমক থাকবে। গানটি প্রসঙ্গে কিছু বলতে চাই না। এটি যখন রেকর্ডিং হবে তখনই দর্শক-শ্রোতারা বুঝতে পারবেন কেমন হলো। আর নায়িকা নির্বাচনে দর্শকরা অন্যরকম কিছু পাবেন।’

জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে মগবাজারের একটি স্টুডিওতে শাকিবের পুঁথি পাঠের রেকর্ড হবে। গানটি রচনা করেছেন ছবির পরিচালক কাজী হায়াৎ নিজে। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্যও তার তৈরি করা।

এদিকে শাকিব খান জানান, এর মাধ্যমে বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে এতে কাজ করবেন তিনি। মূলত কাজী হায়াতের ৫০তম ছবিতে কাজ করার ইচ্ছে থেকেই এটি প্রযোজনায় এসেছেন।

‘বীর’-এ শাকিব খানকে সাইকো চরিত্রে দেখা যাবে। কাজী হায়াৎ বরাবরই সামাজিক অসঙ্গতি নিয়ে সিনেমা নির্মাণ করেন। মাদক ও সন্ত্রাসবিরোধী বিষয়বস্তু নতুনটির গল্পে উঠে আসবে।

এর আগে শাকিব মালেক আফসারী পরিচালিত ‘মনের জ্বালা’ সিনেমায় গেয়েছিলেন। এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমার অডিও অ্যালবামে প্রকাশ পেয়েছিল আবৃত্তি। আর ‘বীর’ সিনেমায় দ্বিতীয়বারের মতো কণ্ঠশিল্পী পরিচয়ে আসছেন শাকিব খান।


মন্তব্য করুন