Select Page

বুকে কাঁপন ধরানো ‘দামাল’ ট্রেলার

বুকে কাঁপন ধরানো ‘দামাল’ ট্রেলার

ব্লকবাস্টার ‘পরাণ’ দিয়ে দারুণ একটা সময় কাটাচ্ছেন রায়হান রাফী। এর মাঝে ‘দামাল’ ট্রেলার প্রকাশ করে রীতিমতো দর্শকদের বুকে কাঁপন ধরিয়ে দিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’-এর কাহিনি গড়ে উঠেছে। সেই সময় পশ্চিমবাংলার নানা জায়গায় ফুটবল খেলে অর্জিত সমস্ত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়েছিল। সেই গল্পের সাথে মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশের ভেতরে মানুষের আত্মত্যাগ ও বীরত্বের কাহিনি এসেছে এ সিনেমায়। ট্রেলারে দুটো অংশই এসেছে সমান্তরালে।

মুক্তিযুদ্ধের গল্পকে জমজমাটভাবে সিনেমায় দেখাতে না পারার অভিযোগ অনেক পুরোনো। টানটান উত্তেজনাময় ১ মিনিট ৫৯ সেকেন্ডের এনাউন্সমেন্ট ট্রেলারে বলছে, সেই খামতি হয়তো অনেকটা পূরণ করবে রাফীর ‘দামাল’। ছবির কালারফুল প্রেজেন্টেশন নিঃসন্দেহে নতুন প্রজন্মকে ভীষণভাবে টানবে।

এ ছাড়া ‘পরাণ’-এর রাফীর সাফল্যের ধারাবাহিকতা যেমন দরকার, তেমনি এ ছবির অভিনেতাদেরও।

ফরিদুর রেজা সাগরের মূল গল্প অবলম্বনে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার,সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা সাহা মিম, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, সামিয়া অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজাসহ আরো অনেকে। ২৮ অক্টোবর রিলিজ পাচ্ছে ‘দামাল’।


মন্তব্য করুন