Select Page

বুবলির ‘না’, শাকিব বাদই দিলেন, প্রযোজকের ভিন্ন সুর

বুবলির ‘না’, শাকিব বাদই দিলেন, প্রযোজকের ভিন্ন সুর

সম্প্রতি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন পরই শোনা যায়, এতে অভিনয় করছেন না শবনম বুবলি। এমন ঘোষণার পর ভিন্ন ভিন্ন কথা বলছেন শাকিব খান ও প্রযোজক সেলিম খান।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণের কথা রয়েছে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরিচালনায় রয়েছেন শাহীন সুমন। যদিও প্রথম দিকে গুঞ্জন ওঠে প্রযোজক সেলিম খানই নির্দেশনা দেবেন।

সপ্তাহখানেক আগে বুবলি জানান, হাতে পরপর সিনেমায় থাকায় নতুনটির জন্য যথেষ্ট প্রস্তুত নন তিনি। তাই ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছেড়ে দিলেন। বিভিন্ন সংবাদমাধ্যম একই ছাপেন।

এর পরপরই শাকিব জানান, আপাতত সিনেমাটি হচ্ছে না। তার বদলে নতুন আরেকটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তিনিসহ আরো দুই নায়ক থাকবেন। সবাই সিনেমাটি সমান স্ক্রিনটাইম পাবেন। বর্তমানে বাকি দুই নায়ক খোঁজা হচ্ছে।

উপরের দুই খবরকে উড়িয়ে দিলেন প্রযোজক সেলিম খান।

‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটির মহরত অনুষ্ঠানের আগে শোনা গিয়েছিল, শাকিব খান আর শাপলা মিডিয়ার ব্যানারে কোনো ছবিতে কাজ করবেন না। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণিত হয় বলে জানান প্রযোজক সেলিম খান।

তিনি প্রথম আলোকে বলেন, ‘যারা বলার চেষ্টা করেছিলেন, শাকিব খান শাপলা মিডিয়ার ছবিতে কাজ করবে না, তাঁরাই আবার এ ধরনের উল্টাপাল্টা কথাবার্তা ছড়াচ্ছেন। কাজ শুরু হওয়ার পর সবার মুখে চুনকালি পড়বে।’

এখন দেখা যাক কোন সংবাদটি সত্য হয়।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

[wordpress_social_login]

Shares