Select Page

বুবলির বদলে অপু!

বুবলির বদলে অপু!

apu-bubly

অপু বিশ্বাস ছেড়ে দেওয়ায় ‘বসগিরি’তে সুযোগ পান নবাগত শবনম বুবলি। হয়ে উঠেন শাকিব খানের ফেভারিট নায়িকা। এবার শোনা যাচ্ছে সিনেমাটির সিক্যুয়ালে ফিরছেন ‘দেবদাস’ অভিনেত্রী।

এ খবর অপুর রহস্যময় অন্তর্ধান ও বিয়ের গুজবের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবে। গুজব উঠেছিল অন্য যে কোনো নায়িকার চেয়ে বুবলিকেই প্রাধান্য দিচ্ছেন শাকিব— এমনকি ফিরিয়ে দিয়েছেন মাহিকে।

প্রথম আলো জানায়, শনিবার দুপুরে বিএফডিসির পরিচালক সমিতিতে ‘বসগিরি টু’ নামটি নিবন্ধন করানো হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক টপি খান বলেন, ‘গেল ঈদে তিনটি ছবির মধ্যে সফল ‘বসগিরি’। দর্শকেরাও চাচ্ছেন ছবিটির সিক্যুয়াল হোক। আর আমার নিজেরও ইচ্ছা।’

‘বসগিরি টু’ পরিচালনা করবেন আগের কিস্তির পরিচালক শামীম আহমেদ রনি। তিনি বলেন, ‘সামনের দুই মাস গল্প, চিত্রনাট্য নিয়ে কাজ চলবে। আশা করছি আগামী বছরের শুরু দিকে শুটিং শুরু করতে পারব।’

২০১৭ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে ‘বসগিরি টু’।

এ ছবির নায়কও হবেন শাকিব খান। তবে নায়িকা হিসেবে বুবলিকে রাখা হচ্ছে না। তার বদলে অপু বিশ্বাসকে নেওয়ার আভাস পাওয়া গেছে। প্রযোজক জানান, অপু না ফিরলে অন্য কেউ হতে পারেন নায়িকা। এখন পর্যন্ত শুধু নায়কই ঠিকঠাক।

ঈদুল আজহায় মুক্তি পায় ‘বসগিরি’। তৃতীয় সপ্তাহে হল সংখ্যা ছিল ৬৪। চলতি সপ্তাহে এসে এই সংখ্যা এসে হয়েছে ২৮। তবে নতুন আরও ১৭টি প্রেক্ষাগৃহে উঠেছে এটি। এখন ‘বসগিরি’-এর মোট হল ৪৫টি।


মন্তব্য করুন