Select Page

বুবলি-রাজের ‘দেয়ালের দেশ’ গোপন থাকলো না

বুবলি-রাজের ‘দেয়ালের দেশ’ গোপন থাকলো না

আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সম্প্রতি জুটি বেঁধেছেন শবনম বুবলিশরিফুল রাজ। গোপনীতার মাঝে ‘দেয়ালের দেশ’ নামে সরকারি অনুদানের একটি ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা। সেই খবর ফাঁস করে দিল প্রথম আলো।

গত ২৪ মার্চ ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে এর। টানা শুটিং চলছে।

অনেকটা গোপনেই শুটিং চলছে ছবিটির। তাই গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথাও বলতে চাননি ছবির শিল্পী ও কলাকুশলীরা।

‘দেয়ালের দেশ’ পরিচালনা করছেন মিশুক মনি। এটি তার প্রথম সিনেমা। এর আগে টুকটাক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। একটি নাটকও পরিচালনা করছেন তিনি। ২০১৯ সালের শেষে কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ের ওপর দুই বছরের স্নাতকোত্তর শেষ করেছেন।

এ ব্যাপারে মিশুক মনি বলেন, ‘কানাডা থেকে ফিরে মিডিয়াতে কিছু কাজ করেছি। এরপর বছরখানেক কোনো কিছু করিনি। সিনেমার প্রস্তুতি নিয়েছি।’

তার কথা, সিনেমা বানানোর আগে পরিচালক হতে চান না। সিনেমা বানানোর পরই পরিচালক হিসেবে তাঁর নামটি সবাই জানুক। এ জন্য অনেকটা গোপনেই শুটিং শুরু করছেন তিনি। বলেন, ‘শুটিং–সংশ্লিষ্ট ছাড়া বাইরের কারও সঙ্গে শেয়ার করিনি। কাজ শেষ হলে একটা সময় গিয়ে সবাইকে বলতে চেয়েছিলাম।’ ছবির গল্প সম্পর্কে একটু ধারণা দিলেন এই নবাগত।

তিনি বলেন, ‘এটি দুই সময়ের গল্পের ছবি। বর্তমান সময়ের একটা ঘটনা নিয়ে গল্প চলতে থাকে। একটা সময় প্রায় সাত বছর আগের একটি ঘটনায় চলে যায় গল্প। এরপর দুই সময়কে ধরেই গল্প প্যারালাল চলে। ব্যাপারটি এমন।’

বুবলি ও রাজের কাজের ব্যাপারে বলেন, ‘কাজের ব্যাপারে রিয়েলি ডেডিকেটেড তাঁরা। আমার প্রত্যাশা অনুযায়ী তাঁরা কাজ দেওয়া চেষ্টা করে যাচ্ছেন।’

৩ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপের শুটিং হবে। ঈদুল ফিতরের পর দ্বিতীয় ধাপে ছবির শুটিং শেষ হবে।

২০১৬ সালে শাকিব খানের ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন বুবলি। পরে শাকিবের সঙ্গে একের পর এক ছবি করে আলোচিত হন তিনি। বুবলি বর্তমানে নীরব, রোশান, সিয়াম, সাইমন, আদরের বিপরীতে সমানতালে ছবি করছেন। সেই ধারাবাহিকতায় যুক্ত হলেন শরিফুল রাজ।

অন্যদিকে, মডেলিং থেকে ২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শরিফুল রাজ। পরে তিনি অভিনয় করেন তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ ছবিতে। মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তেও দেখা গেছে রাজকে। সর্বশেষ মুক্তি পেয়েছে রাজের ‘গুণিন’ ছবিটি। মুক্তির অপেক্ষায় আছে পরাণ, হাওয়া ছবিগুলো।


মন্তব্য করুন