Select Page

বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

indexবুলবুল আহমেদকে বলা হয় দেশীয় চলচ্চিত্রের মহানায়ক।  আজ মহানায়কের মৃত্যুবার্ষিকী। এই দিনে বিএমডিবি পরিবার তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

১৯৪১ সালের ১৫ সেপ্টেম্বর  তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মূল নাম তাবাররুক আহমেদ, বুলবুল তার ডাকনাম। ১৯৬৮ সাল থেকে তিনি টিভি নাটকে অভিনয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। তার মামাতো ভাই প্রবীণ নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাজমুল হুদা বাচ্চুর হাত ধরেই ১৯৬৫-এর আগে ‘উল্কা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চনাটকে বুলবুল আহমেদের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে ‘ইয়ে করে বিয়ে’ ছবিতে সহনায়কের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে বুলবুল আহমেদ নিজেকে সম্পৃক্ত করেন।

তার অভিনীত দুই শতাধিক চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্য কন্যা (১৯৭৫), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালি সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২) ও মহানায়ক (১৯৮৫) দেবদাস (১৯৮৭), জন্ম থেকে জ্বলছি, ভালো মানুষ, ওয়াদা, আকর্ষণ ও কত যে আপন।

তিনি অভিনয় জীবনে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সীমানা পেরিয়ে (১৯৭৭), বধূ বিদায় (১৯৭৮) ও শেষ উত্তর (১৯৮০) ছবির জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার। রাজলক্ষ্মী শ্রীকান্ত (১৯৮৭) ছবির জন্য পান শ্রেষ্ঠ পরিচালকের পুরষ্কার।

২০১০ সালের এ দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।

 


মন্তব্য করুন