Select Page

বুশরার মিউজিক ভিডিও ভালোবাসার বাংলাদেশ

বুশরার মিউজিক ভিডিও ভালোবাসার বাংলাদেশ

পর্তুগিজ বন্ধুকে বাংলাদেশে বেড়াতে আসার আমন্ত্রন জানালে যুবক তরুণী বন্ধুকে প্রত্যাখ্যান করে কারণ বাংলাদেশ সম্পর্কে সে যা শুনেছে তার বেশিরভাগই নেতিবাচক খবর। তরুণী তাকে চ্যালেঞ্জ জানায়। বলে, বাংলাদেশে এলে তার অবশ্যই ভালো লাগবে। চ্যালেঞ্জে জয়ী হতে পর্তুগিজ যুবক আসে বাংলাদেশে, ঘুরে দেখে দেশ। এই গল্প নিয়েই জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী বুশরার ‘ভালোবাসার বাংলাদেশ’।

মঙ্গলবার গ্রামীণফোন কার্যালয়ে গানের অডিও এবং ভিডিও প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও পিটার ফারবার্গ, সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, ইউরো কোলা, ডায়মন্ড ওয়ার্ল্ড, রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনের প্রতিনিধিরা, জুয়াও পেদ্রো প্রেসিপি এবং অন্যান্য অতিথি।

‘ভালোবাসার বাংলাদেশ’ গানের কথায় ফুটে উঠেছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য। গানটির কথা ও সুর করেছেন বুশরা নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় ব্যান্ড চিরকুটের গিটারিস্ট ইমন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন কমন জেন্ডার-খ্যাত নির্মাতা নোমান রবিন

আপাতত শুধুমাত্র গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মেই গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাবে।


মন্তব্য করুন