Select Page

বৃষ্টির উৎপাতে প্রত্যাশার ধারে-কাছে যায়নি ‘দুলাভাই জিন্দাবাদ’

বৃষ্টির উৎপাতে প্রত্যাশার ধারে-কাছে যায়নি ‘দুলাভাই জিন্দাবাদ’

শুক্রবার ১২৮টি সিনেমা হলে মুক্তি পায় ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এর প্রধান আকর্ষণ ছিলেন ডিপজল। ছবিতে আরো আছেন মৌসুমী, বাপ্পী ও মিম। শুরু থেকেই বৃষ্টির জন্য দর্শক হলে আসতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনটা জানাচ্ছে এনটিভি অনলাইন।

বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমরা অনেক আশা করেছিলাম ছবিটি নিয়ে। কিন্তু ছবিটি মুক্তি পেয়েছে, এমন সময় বৃষ্টি শুরু হলো। গত শুত্রবার থেকেই সারা দেশে দিনভর বৃষ্টি শুরু হয় যা শনিবার, রোববারও ছিল। যে কারণে এই ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। আসলে এই সময়টা মানুষ সিনেমা দেখবে কি, বাসা থেকেই তো বের হতে পারছিল না। আর আমাদের সিনেমা হলে ব্যবসা হয় সাধারণত শুক্র, শনি, রবি এই তিনদিন। তারপর দর্শক তুলনামূলকভাবে কম হয়।’

ছবিটি ভালো হয়েছে জানিয়ে নওশাদ বলেন, ‘আমি নিজে ছবিটি দেখেছি। ডিপজল সাহেব অনেক ভালো অভিনয় করেছেন, ছবির গল্পটা সুন্দর। সাথে মৌসুমী, বাপ্পী, মিমের মতো শিল্পী আছে। সবকিছু মিলে ছবিটি ভালো ব্যবসা করতে পারত। এটা আসলে ছবিটার ভাগ্য খারাপ মনে হচ্ছে।’

বাংলাদেশ প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘মনোয়ার হোসেন ডিপজল সাহেব অনেক গুণী অভিনেতা, পাশাপাশি তিনি জনপ্রিয়। এই ছবিতে তিনি অনেক ভালো অভিনয় করেছেন। তা ছাড়া এই ছবিটি তারকাবহুল। আমরা আশা করেছিলাম ভালো ব্যবসা হবে। কিন্তু বৃষ্টিতে লোকজন হলে আসেনি। গত সোমবার থেকে কিছু দর্শক হলে আসছে।’

ধারণা করা হয়েছিল ‘ঢাকা অ্যাটাক’-এর আরেকটি দর্শকনন্দিত সিনেমা পেতে যাচ্ছে ঢালিউড, কিন্তু তাতে বাঁধ সাধল বৃষ্টি। তবে কেউ কেউ দুষছেন গতানুগতিক নির্মাণকে।


মন্তব্য করুন