Select Page

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না এবার

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না এবার

ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়াম না পাওয়ায় চলতি বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে না।

আজ রোববার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

২০১১ সাল থেকে আর্মি স্টেডিয়ামে নিয়মিত এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছিল। এর পর এবারই প্রথম এই উৎসব হচ্ছে না।

আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর এ উৎসব হওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বড় পরিসরের এ উৎসব আয়োজনের জন্য নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও মানুষের জমায়েতের জন্য উপযুক্ত জায়গার বিষয়টি সময়মতো মীমাংসা না হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০১৭ সালের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের পরিকল্পনা বাতিল করা হয়েছে।

আয়োজকরা জানান, এবারের উৎসবে দুই শতাধিক শিল্পী-কলাকুশলীর অংশ নেওয়ার কথা ছিল। তাঁদের এরই মধ্যে উৎসব বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।


মন্তব্য করুন