Select Page

বেশ গুছিয়ে শেষ হলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র শুটিং

বেশ গুছিয়ে শেষ হলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র শুটিং

অনুদানের সিনেমার শুটিং থেকে মুক্তি নিয়ে নানান ধরনের জটিলতা দেখা যায়। তবে করোনাকালেও বেশ গুছিয়ে শেষ হলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং।

১৫ সেপ্টেম্বর শেরপুর জেলার বিভিন্ন লোকেশনে সিয়াম আহমেদ ও পরী মনির একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে এর পরিচালক আবু রায়হান জুয়েল চূড়ান্ত প্যাকআপ ঘোষণা করেন।

শুরু থেকেই পরিচালকের পরিকল্পনা ছিল টানা কাজ করে শুটিং শেষ করবেন। সে মোতাবেক ২৫ দিনের সফরের উদ্দেশে গত ১৪ মার্চ ১২০ জনের একটি দল সদরঘাট থেকে খুলনায় যায়। যার সূচনা হয় সদরঘাট টার্মিনালে সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের উপস্থিতিতে। তিনি সিনেমা সংশ্লিষ্টদের মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান।

এরপর করোনার মধ্যে কিছুটা কাজ বাকি রেখে ঢাকায় ফেরেন তারা। লকডাউনের জন্য টানা কয়েক সপ্তাহ নদীতেও কাটাতে হয়েছে তাদের। এরপর গত ৪ সেপ্টেম্বর ছবির বাকি কাজ শেষ করার জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চেপে যশোরের উদ্দেশে উড়াল দেন নির্মাতা রায়হান জুয়েল, নায়িকা পরীমনি, নায়ক সিয়াম আহমেদসহ বড় একটি দল। যশোর থেকে তাদের গন্তব্য ছিল খুলনা। সেখান থেকে ফিরে ঢাকায় কিছু অংশের কাজ করে টিম যায় শেরপুর জেলায়।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ।

এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পরীমনি। আরও আছেন আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অর্ধশতাধিক শিশুশিল্পী।


মন্তব্য করুন