Select Page

‘বেসিক আলী’ জটিলতা : মুখ খুললেন শুভ (ভিডিও)

‘বেসিক আলী’ জটিলতা : মুখ খুললেন শুভ (ভিডিও)

মাসখানেক আগে এক ঘোষণায় জানা যায়, আরিফিন শুভ হচ্ছেন বেসিক আলী। কিন্তু সম্প্রতি নায়ক জানালেন, সিনেমাটিতে থাকছেন না তিনি।

এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ারক্রোর সজীব সপ্তক ফেসবুক পোস্টে বলেন, ‘যাকে আমরা কাস্ট করেছিলাম এ চরিত্রে, তিনি সাইন করার পরও খুব অল্প কিছুদিন আগে কাজটি করবেন না বলে সরে গেছেন এ প্রজেক্ট থেকে। এটা অবশ্যই তিনি পারেন তার স্বাধীনতার জায়গা থেকে। কিন্তু আমরা পড়ে গেছি একটু বিব্রতকর পরিস্থিতিতে (যেহেতু ঘোষণা করে ফেলেছিলাম)। সেই সাথে বাকি কাস্টিং, কাস্টিংয়ের প্ল্যানও হয়ে গেছে উলট-পালট। সিনেমা শুটিং ফ্লোরে যাবার ২ মাস আগে এ ঘটনা সত্যিই আমাদেরকে একটু বিপদে ফেলেছে।’

এ নিয়ে ফেসবুক ভিডিওতে বিস্তারিত জানিয়েছেন শুভ। বুধবার প্যারিস থেকে তিনি বললেন, সিনেমার শুটিং শুরু হতে এখনো দুই মাস দেরি আছে। তাহলে বিপদে ফেললেন কীভাবে?

এছাড়া গল্পের ঝামেলার বিষয়টি শুরু থেকেই ছিল। তাই এটি নতুন কোনো বিষয় নয়।

কেউ কেউ বলছেন, ভারতীয় নির্মাতা অরিন্দম শীলের সিনেমার জন্য ‘বেসিক আলী’তে না করেছেন শুভ। এ প্রসঙ্গে বলেন, অরিন্দমের সিনেমায় অভিনয় করবেন কিনা এখনো চূড়ান্ত হয়নি। এর শিডিউল হতে পারে মার্চ থেকে। অথচ তার আগেই শেষ হওয়ার কথা ‘বেসিক আলী’র।

শুভর পুরো বক্তব্য শুনতে ভিডিও দেখুন…


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares