Select Page

বৈচিত্র্যে ঠাসা ঈদের ‘ইত্যাদি’

বৈচিত্র্যে ঠাসা ঈদের ‘ইত্যাদি’

প্রতিবারের মতোই বিষয় বৈচিত্র্যে ঠাসা এবারের ইত্যাদি। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা, এ কথাটি কেবল ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিবারের মতো এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ।

ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতোপূর্বে দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের বর্তমান নানান সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকা— শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান।

পর্বটি যেমন মজার তেমনি এর মধ্য দিয়ে উঠে এসেছে অনেক সমাজচিত্র ও সামাজিক অসঙ্গতি। ফাগুন অডিও ভিশন জানায়, এ পর্বটিও এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। এই পাঁচজন তারকাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পর্বটিতে অভিনয় করেছেন।

গত ২৩ মে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারণ সম্পন্ন হয়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ইত্যাদি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।


মন্তব্য করুন