Select Page

বৈশাখে মুখোমুখি শাকিব-শুভ

বৈশাখে মুখোমুখি শাকিব-শুভ

শাকিব খানের ‘অহংকার’-এর গান বাকি ছিল। কলকাতার সিডিউল সামলে বর্তমানে দুইদিনের জন্য শাহাদাৎ হোসেন লিটনের ছবিটির সেটে হাজির দিচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে বৈশাখে।

অন্যদিকে নির্মাণের শুরুতেই জানানো হয়, বৈশাখে মুক্তি পাবে শামীম আহমেদ রনির ‘ধ্যাততেরিকি’। এ সিনেমার গানের শুটিংয়ে ব্যস্ত আছেন আরিফিন শুভ

সব মিলিয়ে বছর তিনেক পর বিশেষ উৎসবকে কেন্দ্র করে পর্দায় মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব ও শুভ।

‘অহংকার’-এ শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলি। অন্যদিকে ‘ধ্যাততেরিকি’তে শুভর নায়িকা নুসরাত ফারিয়া। সাথে আছে রোশান ও ফারিন জুটি।

এদিকে বৈশাখের আগের সপ্তাহে মুক্তি পাচ্ছে শাকিবের আরেক ছবি ‘সত্তা’। এ সিনেমার অতি আলোচনা ‘অহংকার’কে কতটা ম্লান করবে তাও ভাবছেন অনেকে। তবে শাকিব খান বলে কথা! অন্যদিকে শুভর স্টার পাওয়ারও দিন দিন বেড়ে চলেছে। সাথে আছে জাজ মাল্টিমিডিয়ার বাড়তি সুবিধা।

সব মিলিয়ে বৈশাখে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে ঢালিউড দর্শক!


মন্তব্য করুন