Select Page

সত্তা চলচ্চিত্রের সকল গান (ভিডিও)

সত্তা চলচ্চিত্রের সকল গান (ভিডিও)

হাসিবুর রেজা কল্লোল দীর্ঘ সময় নিয়ে নির্মান করেছেন চলচ্চিত্র সত্তা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন হেট স্টোরি থ্রি খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম। এছাড়া আছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, রিনা খান। সোহানী হোসেনের লেখা গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। ছবি মুক্তির অনেক আগেই এর গানগুলো জনপ্রিয় হয়েছে। সম্প্রতি গানগুলোর ভিডিও মুক্তি দেয়া হয়েছে অনলাইনে। বিএমডিবি-র পাঠকদের জন্য গানগুলো এখানে উপস্থাপন করা হল।

টাইটেল: অনেক কথার ভিড়ে

শিল্পী: কণা, বাপ্পা মজুমদার

টাইটেল: না জানি কোন অপরাধে

শিল্পী: মমতাজ

টাইটেল: আমি তোকে চাই

শিল্পী: সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার

টাইটেল: তোর প্রেমেতে

শিল্পী: জেমস

 


Leave a reply