Select Page

বৈশাখে শুরু শাকিব-বুবলির চতুর্থ ছবি

বৈশাখে শুরু শাকিব-বুবলির চতুর্থ ছবি

শাকিব খানঅপু বিশ্বাসবুবলি জটিলতা নিয়ে বেশ কিছুদিন জল্পনা-কল্পনা চলছিল শাকিব পরবর্তী ছবিতে কার সঙ্গে অভিনয় করবেন। নতুন ছবি ‘রংবাজ’-এ বুবলি সই করার পর সে বিতর্কের অবসান হলো। এ বিষয়ে দুই তারকা ইতিবাচক মন্তব্য করেছেন। খবর প্রথম আলো।

‘রংবাজ’ সিনেমায় শাকিব খানের নাম চূড়ান্ত হয় বেশ কিছুদিন আগেই। তার সহশিল্পী চূড়ান্ত করার জন্য দেশ ও দেশের বাইরের চার নায়িকার সঙ্গে কথা বলেন পরিচালিক শামীম আহমেদ রনি। তারা হলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া, শবনম বুবলি এবং ভারতের কলকাতার নুসরাত ও সায়ন্তিকা।

তিনি জানান, বাংলা নববর্ষে কক্সবাজারে শুটিংয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন শাকিব ও বুবলি। এটি হবে এই জুটির চার নম্বর সিনেমা। পুরান ঢাকার এক রংবাজ পরিবারকে নিয়ে ছবির গল্প।

ঈদে মুক্তি দেওয়ার কথা চিন্তা করেই রংবাজ সিনেমা বানানো হবে। শুরুর দুই সপ্তাহ কক্সবাজারে শুটিং করা হবে।

শাকিব খান বলেন, ‘আমাদের দুজনের প্রথম সিনেমা দেখতে দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছেন। এরপর আরও দুটি সিনেমায় আমরা অভিনয় করেছি। সে হিসাবে দুজনের একটা দর্শক চাহিদা তৈরি হয়েছে বলতে পারেন। সে কারণেই এই সিনেমায় জুটি হওয়া। আশা করছি, দর্শকেরা আমাদের নতুনভাবে পাবেন।’

‘রংবাজ’-এ আরো অভিনয় করেছেন নূতন, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত প্রমুখ।


মন্তব্য করুন