Select Page

প্রেম, শরীর ও বোধের অন্যরকম গল্প (টিজার)

প্রেম, শরীর ও বোধের অন্যরকম গল্প (টিজার)

তারুণ্যের প্রেমের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলের শরীর’। পহেলা বৈশাখকে উপলক্ষ্য করে ১৩ এপ্রিল অন্তর্জালে মুক্তি পাবে এটি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

রিয়ানা ১৯ বছরের এক অতি আধুনিক তরুণী। ডিজে পার্টি, বন্ধু বান্ধব ও পড়াশোনা কেন্দ্রিক জীবন। আরিয়ান রিয়ানার পুরনো বন্ধু। এক সাথে পার্টি করে, মস্তি করে। আরিয়ান রিয়ানার সাথে ঘনিষ্ঠ হতে চায়, রিয়ানাও বাধা দেয় না। রিয়ানা মনে করে শরীরকে আবিষ্কার করার জন্য একটা ছেলের কাছাকাছি যাওয়া যেতে পারে।

একদিন মা রিয়ানাকে বলে যে, তুমি ভুল করছো, ভালোবাসাহীন শারীরিক সম্পর্ক অসম্ভব। এটা তুমি তখনই বুঝবে যখন তুমি সত্যিই কাউকে ভালোবাসবে। তারপর সত্যিই একদিন রিয়ানার জীবনে প্রেম আসে, তার নাম শুভ। শুভর কারণে রিয়ানার জীবনদর্শনে কী পরিবর্তন আসে? তাহলে আরিয়ান যে তাকে না বলে ভালোবেসে গেছে তার কী হবে?

সম্পর্কের এমন জটিলতা নিয়ে নির্মিত হয়েছে ‘জলের শরীর’। ম্যাক্স ক্রিয়েশন লি. এর প্রযোজনায় এটি নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। তরুণ তরুণীদের প্রেম, শরীর ও বোধের অন্যরকম গল্প নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা, শিবলী নোমান, শম্পা রেজা ও আরও অনেকে।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার গ্লিটজকে বললেন, “ফেব্রুয়ারি মাসের শুরুতেই এর শুটিং করি আমরা। এ গল্পটা একদম এই সময়ের তরুণদের গল্প। এসময়ের তরুণরা অনেকেই ভালোবাসার মধ্যে কেবলই শরীর খোঁজে। কিন্তু ভালোবাসার গন্তব্য শুধুই কি শরীর? এমন প্রশ্নে একটা সময় ম্যাচিউরিটি অর্জনের পর তাদের ভেতর যে বোধ জাগ্রত হয় তা নিয়েই নির্মিত হয়েছে ‘জলের শরীর’।”

এ স্বল্পদৈর্ঘ্যে ব্যবহৃত হয়েছে একটি মৌলিক গান, গেয়েছেন বেলাল খান ও অনিতা। সম্প্রতি এর ট্রেলার ছাড়া হয়েছে অন্তর্জালে।


মন্তব্য করুন