Select Page

বৈষম্য’র শুটিং শেষ

বৈষম্য’র শুটিং শেষ

64002_e7এক বছর দুই মাস সময়ে শুটিং শেষ হয়েছে চলচ্চিত্র ‘বৈষম্য’-র। পরিচালক এডাম দৌলা জানিয়েছেন, ফ্রান্স, ইতালি ও জার্মানিতে ছবিটি মুক্তি দেয়া হবে শিগগির।

এ ছবিতে অভিনয় করেছেন কিশোর অভিনেতা আবির হোসেন অঙ্কন, মিতা চৌধুরী ও টোকাই নাট্যদলের সদস্যরা।

ঢাকা ও জার্মানিতে ছবির সম্পূর্ণ শুটিং হয়েছে।

বৈষম্য’র গল্প গড়ে উঠেছে এভাবে- একটি ধনী ঘরের ছেলে জেমি খুবই বেয়াদব। একদিন ছেলেটি বাবার সঙ্গে বেয়াদবি করলে বাবা তাকে তিন হাজার টাকা দামের একটি কুকিং পট হাতে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ছেলেটি কুকিং পট বিক্রি করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়।

সুত্র: মানবজমিন

 


মন্তব্য করুন