Select Page

বড়পর্দায় পূর্ণিমা-তাহসান!

বড়পর্দায় পূর্ণিমা-তাহসান!

tahsan-purnima

টু বি কন্টিনিউড’ সিনেমাটি নানা কারণে আলোচিত। ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় অভিনয় করেছেন তাহসানপূর্ণিমা। দুই তারকারই রয়েছে বড়সড় ভক্ত শ্রেণী। তাই এখনো আলোচনা হয় মাঝপথে থেমে যাওয়া সিনেমাটি নিয়ে।

শোনা যায়, গল্প পরিবর্তন ও অন্যান্য জটিলতায় এক পর্যায়ে নিজেকে সরিয়ে নেন তাহসান। আর সাংসারিক ব্যস্ততায় শোবিজ ছাড়েন পূর্ণিমা। কিন্তু সম্প্রতি নির্মাতা ফাহমি ইউটিউবে বেশকটি ভিডিও শেয়ার করে চমকে দেন। একটি অনলাইন পত্রিকাকে জানান, শিগগিরই মুক্তি পাবে ‘টু বি কন্টিনিউড’।

ফাহমি বাংলামেইলকে বলেন, ‘ছবির শুটিং তো শেষ! ডাবিং চলছে এখন। শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে।’

সিনেমায় অভিনয় করলো কে কে?— এমন প্রশ্নে জানান, ‘যথারীতি তাহসান, পূর্ণিমা, আবুল হায়াত।’ কিন্তু কবে শুটিং হলো জিজ্ঞাসা করলে তিনি নিরুত্তর থাকেন।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছবিটির শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর আমাকে জানানো হয় আমার অংশের শুটিং শেষ। কিন্তু পরবর্তীতে আবার দু’দিনের সময় চাওয়া হয়। কিন্তু আমি তখন প্রেগনেন্ট হয়ে যাওয়ায় কাজটি আর করা হয়নি। তবে, এখন পর্যন্ত ডাবিংয়ের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।’

শুক্রবার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমাটির ‘এ আমার কেমন অসুখ’ শিরোনামের গান। এতে একঝলক দেখা যায় পূর্ণিমা ও তাহসানকে।


মন্তব্য করুন