Select Page

বড়পর্দায় শায়লা সাবি

বড়পর্দায় শায়লা সাবি
10072014_005_SHABI‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন শায়লা সাবি। তার নাচ ও অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে বিচারকের আসনে বসা ফেরদৌস তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এ ঘটনার কয়েক মাসের ব্যবধানে সত্যি হলো সেটা। ফেরদৌসের সঙ্গে ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে জুটি বাঁধলেন তিনি।

এর মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে তার। রোজার ঈদে যমুনা ব্লকবাস্টার ও বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিটি। একই সময়ে চ্যানেল আইতে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গীতালি হাসান পরিচালিত ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে আরও আছেন সোহেল রানাসুচরিতা।এরই মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিতেও অভিনয় করেছেন শায়লা সাবি। এখানে তাকে দেখা যাবে নাম ভূমিকায়। এখন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

এছাড়া অতি অল্প সময়ের ভেতর প্রায় এক ডজন টেলিফিল্ম এবং গোটা চারেক নাটকেও নিজের অভিনয় করেছেন সম্ভাবনাময়ী এই অভিনেত্রী। ঈদে তার বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে।


মন্তব্য করুন