Select Page

বড়পর্দায় ২৫ বছরের শাকিব

বড়পর্দায় ২৫ বছরের শাকিব

shakib-srabonti

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, নতুন সিনেমা ‘শিকারী’তে শাকিব খানের বয়স ১২ বছর কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরী মনি নাকি আগের তুলনায় সুন্দরী হয়েছেন। সবই জাজের সিনেমা করার কারিশমা।

প্রতিষ্ঠানটির ফেসবুক পাতায় এমন দাবি করা মঙ্গলবার। লেখা হয়, “জাজ যা করে পারফেক্টলি করার চেষ্টা করে। আমরা বলেছিলাম, আমাদের সিনেমাতে নতুন শাকিব খানকে পাবেন। নিচের ছবিতে (কোন এডিট ছাড়া) দেখুন আমরা ২৫ বছরের শাকিব খান উপহার দিতে যাচ্ছি, ‘শিকারী’তে।

তেমনি বলেছি ‘রক্ত’তে এক নতুন পরী মনি দেখবেন। যা আগে কখনো দেখেননি। নিচের ছবিতে দেখুন মাত্র ৫ দিনের মধ্যে আরও সুন্দরী আরও লাস্যময়ী পরীকে। ১০ তারিখের মধ্যে আমরা এক নতুন এবং অন্য পরীকে উপস্থাপন করবো। যেখানে থাকবে না নাক ফুল, থাকবেনা কোন নমনীয়তা বা কোমলতা। রক্ততে পরীকে পাবেন দুর্ধর্ষ এক যোদ্ধাকে হিসাবে।”


মন্তব্য করুন