Select Page

‘ভবঘুরে’র নায়িকা হচ্ছেন তানজিন তিশা

‘ভবঘুরে’র নায়িকা হচ্ছেন তানজিন তিশা

স্বপন আহমেদ পরিচালিত তৃতীয় সিনেমা ‘ভবঘুরে’র নায়িকা হচ্ছেন টিভি পর্দার পরিচিত মুখ তানজিন তিশা। আর নায়ক হিসেবে আছেন শিপন মিত্র। নির্মাতার বরাত দিয়ে এমনটা জানায় প্রথম আলো।

২০ অক্টোবর থেকে ফ্রান্সে ছবিটির শুটিং শুরু হবে। সুইজারল্যান্ডেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

এর আগে কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন শিপন। তবে তানজিন তিশার এটাই প্রথম সিনেমা। গত মে মাসে চ্যানেল আইয়ে প্রচারিত ‘তুমি রবে নীরবে’ সিনেমাটির শুটিংয়ের সময় তিশাকে বলা হয়েছিল, এটি টেলিছবি। পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়। তাই ‌‘ভবঘুরে’কেই নিজের প্রথম ছবি মানতে চান তিশা।

পরিচালক স্বপন আহমেদ জানান, প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ভবঘুরে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। শিপন-তিশা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ফারুক আহমেদ, শিমুল খান প্রমুখ।

স্বপন নির্মিত অন্য দুই সিনেমা হলো— লালটিপ ও পরবাসিনী।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

Shares