Select Page

ভারতীয় সিনেমা আমদানিতে সিন্ডিকেট, ভুক্তভোগী জাজ মাল্টিমিডিয়া?

ভারতীয় সিনেমা আমদানিতে সিন্ডিকেট, ভুক্তভোগী জাজ মাল্টিমিডিয়া?

সঞ্জয় সমদ্দার পরিচালিত কলকাতার বাংলা সিনেমা ‘মানুষ’ নিয়ে চলেছে অন্যরকম সিনেমা। শুরু থেকে এ সিনেমার প্রচারণায় থেকেও অনুমোদন পায়নি জাজ মাল্টিমিডিয়া। তারা অনুমোদনের আবেদন বাতিল করার পর আমদানির অনুমতি পেয়েছে অনন্য মামুনের অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। এর আগে অন্য একটি ছবির জন্য আবেদন করেও সাড়া পায়নি জাজ। এ ঘটনায় সিনেমা আমদানি নিয়ে সম্ভাব্য মনোপলির আশংকা তৈরি হয়েছে।

এক চিঠির সূত্রে বিষয়টি সামনে এসেছে। যেখানে উঠে এসেছে লাভের গুড় কীভাবে একই প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে। এর আগে একই মাধ্যমে এসেছে পাঠান ও জাওয়ান।

সম্প্রতি সারা বাংলা ডটনেটের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় হিন্দি ও বাংলা ভাষার ছবি ‘টাইগার-৩’ ও ‘মানুষ’ আমদানির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিল জাজ মন্ত্রণালয়। কিন্তু আবেদনের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এ নিয়ে চলচ্চিত্রের ১৯ সংগঠনকে নিয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদকে চিঠি দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এতে ‘টাইগার-৩’ আমদানির ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত হিন্দি ছবি আমদানি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় চলচ্চিত্র “টাইগার-৩” ও “মানুষ” আমদানি সাপেক্ষে যথারীতি আপনাদের ১৯ সংগঠনের প্রত্যয়ন পত্র ও আমদানীর সকল কাগজ পত্রসহ তথ্য মন্ত্রণালয়ে মাননীয় তথ্য সচিব বরাবর আবেদন করি। উক্ত আবেদনের প্রেক্ষিতে ২/১১/২০২৩ ইং তারিখে মন্ত্রণালয়ে আমদানি বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের আমদানি বিষয়ক মিটিং এ “টাইগার-৩” চলচ্চিত্রটি অনুমোদন করা হয় এবং “মানুষ” চলচ্চিত্রটি পরবর্তী সময়ে অনুমতি প্রদান করা হবে এই মর্মে সিদ্ধান্ত হয়। অতীব দুঃখের বিষয় আমাদের “টাইগার-৩” চলচ্চিত্র এর অনুমোদিত ফাইলটি ০২/১১/২০২৩ ইং তারিখে রেজ্যুলেশন ও সচিব মহোদয়ের অনুমোদন সহ বেলা ৩:০০ ঘটিকায় মন্ত্রী মহোদয় বরাবর উপস্থাপিত হয় এবং তার এক সপ্তাহ পর “মানুষ” চলচ্চিত্রটি আমদানির জন্য পুনরায় আবেদন করা হয়। কিন্তু আমদানি ও রফতানি বিষয়ে একাধিকবার মিটিং হওয়া সত্তেও “মানুষ” চলচ্চিত্রের আমদানির বিষয়টি উপস্থাপন করা হয়নি। আমদানি অনুমতি পাইতে ব্যর্থ হলে “মানুষ” চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ হইতে আমদানি চুক্তি বাতিল করার জন্য আমাকে বার বার তাগিদ দেওয়া হয়। পরবর্তীতে আমি ২৩/১১/২০২৩ ইং তারিখে “মানুষ” চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমদানি চুক্তি বাতিল করি ও বিষয়টি মন্ত্রণালয় বরাবর অবহিত করি।

পোড়ামন ২ এর বিপরীতে আসার কথা ছিল টাইগার থ্রির

অভিযোগে আরও বলা হয়, আমরা ‘মানুষ’ সিনেমার চুক্তি বাতিল করার পর অন্য একটি পরিবেশক প্রতিষ্ঠান “মানুষ” চলচ্চিত্রটি দেশে আমদনি করার অনুমোদন পায়। এটা ছাড়াও ভারতীয় চলচ্চিত্র “অ্যানিমেল” মন্ত্রণালয় হইতে আমদানির অনুমোদন পায়। অথচ আমাদের জমা দেওয়া ভারতীয় চলচ্চিত্র “টাইগার-৩” এর অনুমতি পায়নি।

অতএব উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্র আমদানীর অনুমোদন প্রদান না করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করা হইল।

জাজের কর্ণধার দাবি করেন পুরো বিষয়টিতে সিন্ডিকেট কাজ করছে। তিনি বলেন, আমরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অনুমতি নিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। এরপরেও আমদানির অনুমতি পাইনি। অথচ তারা চলচ্চিত্র পরিষদ থেকে কোনো অনুমতি মন্ত্রণালয়ে জমা না দিয়েই আমদানির অনুমতিপত্র পেয়ে যায়, এখানে নিশ্চয় অন্য কোনো শক্তি কাজ করছে?

সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু জানান, অ্যানিমেল ও ‘টাইগার-৩’ নিয়ে ৩ ডিসেম্বর এক জরুরী সভা ডেকেছে পরিষদ। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


মন্তব্য করুন