Select Page

ভারতীয় অভিনেতার নায়িকা হবেন না নাবিলা

ভারতীয় অভিনেতার নায়িকা হবেন না নাবিলা

Nabilaইমরাউল রাফাত পরিচালিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস: এক্সপোজ’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষিক্ত হওয়া উপস্থাপক  ও মডেল নাবিলা। ২০০৬ সালে বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাহিরে’ অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে গণমাধ্যমে কাজ শুরু করেন তিনি। এবার অভিনয়েও এলেন। চলচ্চিত্রে কোন নায়কের বিপরীতে অভিনয়ে আগ্রহী এমন এক প্রশ্নের উত্তরে সম্প্রতি তিনি জানিয়েছেন কোনভাবেই ভারতীয় অভিনেতার নায়িকা হতে চান না নাবিলা।

মডেলিং আর উপস্থাপনায় ব্যস্ত থাকলেও ভালো গল্প আর চরিত্র পেলে অভিনয়ে আপত্তি নেই নাবিলার, এমনটিই জানিয়েছেন বিডিনিউজের সাথে দেয়া সাক্ষাতকারে।

নাবিলা বলেন, “মনের মতো একটি সিনেমাতে অভিনয় করতে চাই। গতানুগতিক নায়িকা নয় বরং গল্পর্নিভর চরিত্র চাই। অফট্র্যাক বা বাণিজ্যিক যে ধারারই হোক,  সিনেমায় আমার মতোই একটা চরিত্রে অভিনয় করতে চাই।”

সিনেমাতে নায়ক হিসেবে কাকে চান, এ প্রশ্নে নাবিলা এক মুহুর্ত না ভেবেই উত্তর দেন, “চরিত্রের প্রয়োজনে যে কেউ হতে পারে কিন্তু কোনোভাবেই ভারতীয় অভিনেতার বিপরীতে না।”

বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা যখন ভারতীয় সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে আছেন, তখন নাবিলার এ ধরনের শক্ত অবস্থান সকলকে বিস্মিত করেছে।

তবে অভিনয় করতে গিয়ে উপস্থাপনা বাদ দিতে চান না নাবিলা, বরং উপস্থাপনা চালিয়ে যেতে চান আজীবন। তিনি মনে করেন উপস্থাপনাই হলো তার আসল জায়গা।


অামাদের সুপারিশ

১ টি মন্তব্য

  1. Jenifa Islam

    নাবিলা আমার খুব পছন্দের একজন উপস্থাপিকা। তার কথা বলার স্টাইল মার্জিত ভাবে কথা বলা আমার খুবই পছন্দ। তার মুভির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আশাকরি উপস্থাপনার যাদু সে অভিনয়ে ও দেখিয়ে দেবে।

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

[wordpress_social_login]

Shares