Select Page

ভারতীয় ছবি প্রদর্শনের চেষ্টায় গোপন বৈঠক!

ভারতীয় ছবি প্রদর্শনের চেষ্টায় গোপন বৈঠক!

indexভারতীয় চলচ্চিত্রকে বাংলাদেশে প্রদর্শনের কৌশল নিয়ে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে গোপন বৈঠক। একই সঙ্গে সব দরপত্র বাতিল করে এফডিসিকে অচল করার মাধ্যমে বাংলাদেশী ছবির কৃত্রিম সঙ্কট তৈরির পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে।

গত বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এফডিসি-এর ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ছবি আমদানির সঙ্গে জড়িত গোষ্ঠীর একজন নেতা বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাস ও চলচ্চিত্র লীগের একজন নেতাসহ বেশ কয়েকজন। বৈঠকের বিষয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী অবগত থাকলেও সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন অবগত ছিলেন না।

এদিকে আজ এফডিসি-এর পরিচালনা পর্ষদের সভায় পরিকল্পনা অনুযায়ী দরপত্রে সর্বনিম্ন মূল্য দেখিয়ে কাজ পাওয়ার যোগ্যতা অর্জনকারী সরবরাহ প্রতিষ্ঠানটিকে বাদ দিয়ে সর্বোচ্চ মূল্য দেখানো প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্য চেষ্টা চালানো হবে। এতে পুরো দরপত্রের বিষয়টি বাতিল হয়ে যেতে পারে। এতে এফডিসির উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকার দ্বিতীয় কিস্তিও প্রথম কিস্তির মতো ফেরত যাবে।

যা ভারতীয় ছবির পক্ষের শক্তির পথ সুগম করবে। তারা সরকারকে দেখাতে পারবে এফডিসি অচল, কোন কাজ হচ্ছে না। আয় নেই, অতএব প্রেক্ষাগৃহ রক্ষার জন্য ভারতীয় ছবি আমদানির বিষয়টি জরুরি।

উল্লেখ, সরকার এফডিসির উন্নয়ন ও আধুনিকায়নে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এফডিসির শীর্ষ ব্যক্তিদের অদূরদর্শিতার কারণে প্রথম কিস্তির টাকা ফেরৎ গেছে, দ্বিতীয় কিস্তিও যাবে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন