Select Page

ভারতীয় তারকাদের দখলে ঈদের ছবি

ভারতীয় তারকাদের দখলে ঈদের ছবি

জিৎ, সোহম, বনি আর নায়িকা শুভশ্রী। ঈদুল ফিতরে রূপালি পর্দায় আসছে কলকাতার এই চার তারকার ছবি। এগুলো হলো— বাবা যাদবের ‘বস টু’, ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’, অনন্য মামুনের ‘ময়না’ আর আবদুল আজিজ ও জয়দেব মুখার্জির ‘নবাব’। এর মধ্যে শেষ দুটি যৌথ প্রযোজনার। বাকি দুটি একক প্রযোজনার ছবি।

‘বস টু’তে অভিনয় করেছেন জিৎ। তার বিপরীতে আছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলী। ‘মনে রেখো’তে মাহির বিপরীতে অভিনয় করেছেন বনি। ‘ময়না’তে আছেন সোহম, তার নায়িকাও মাহি। অন্যদিকে ‘নবাব’ ছবিতে শুভশ্রীর নায়ক হলেন শাকিব খান।

এছাড়া নাম ঠিক না হওয়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি সিনেমায় কলকাতায় অভিনয় করছেন শাকিব খান। নির্মাণের আগে একে ঈদের সিনেমা হিসেবে ঘোষণা দেওয়া। এতে অভিনয় করছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা।


মন্তব্য করুন