Select Page

ভারতীয় নায়িকা থাকায় ‘ও মাই লাভ’ ছাড়লেন মাহি, পাল্টাপাল্টি অভিযোগ

ভারতীয় নায়িকা থাকায় ‘ও মাই লাভ’ ছাড়লেন মাহি, পাল্টাপাল্টি অভিযোগ

চার মাস আগে চুক্তিবদ্ধ হয়েও ‘ও মাই লাভ’ সিনেমার শুটিং শুরুর দিন না করার কথা জানিয়েছেন মাহি। এমন অভিযোগ আনলেন নির্মাতা আবুল কালাম আজাদ।

অন্যদিকে মাহিও পাল্টা অভিযোগ তুলেছেন আবুল কালাম আজাদ ও প্রযোজক জাহাঙ্গীরের বিরুদ্ধে। জানান, গল্পের পরিবর্তন করা হয়েছে বলেই শেষ মুহূর্তে সিনেমাটি ছেড়ে দেয়ার সিন্ধান্ত নিয়েছেন।

পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাদের ডাকা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক হিমেলসহ চলচ্চিত্রের কয়েকজনের উপস্থিতিতে বৈঠক হয়।

এ প্রসেঙ্গ জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘পরিচালক ও প্রযোজক অভিযোগ আনেন মাহি সিনেমাটির শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও ১ আগস্ট শুটিংয়ে অংশ নেননি। এবং সিনেমাটির কাজ তিনি করবেন না। এদিকে মাহি অভিযোগ করেন সিনেমাটির জন্য কলকাতা থেকে একজন নায়িকা আনা হয়েছে। এতে করে তার চরিত্রের গুরুত্ব কমে যাচ্ছে বলেই কাজটি করবেন না। গল্পের সংশোধন করলে কাজটি করবেন মাহি। এদিকে পরিচালক কিছুতেই গল্পের সংশোধন করবেন না। তাই দুই পক্ষের সম্মতিক্রমে মাহি এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি প্রযোজকের টাকা ফেরত দিয়ে দেবেন।’

এক্সেল মুভিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন কলকাতার ঋদ্ধি ও নবাগত একজন নায়িকা।


মন্তব্য করুন