Select Page

ভারতে যাচ্ছেন শাকিব খান ও জয়া

ভারতে যাচ্ছেন শাকিব খান ও জয়া

Shakib Khan Joyaপূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সিক্যুয়েল তৈরী হচ্ছে এ পুরাতন খবর। নতুন ছবিতেও অভিনয় করেছেন শাকিব খান জয়া জুটি। এই রোজার ঈদের পরই ছবির বাকী কাজ শেষ করতে ভারতে শুটিং করতে যাবেন তারা।

বাংলাদেশ ভারত মিলিয়ে দু পার্টে শ্যুটিং হবার কথা ছিল। এরই মধ্যে ছবিটির বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। ভিসা জটিলতা এবং শাকিবের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২ এর কাজ। ভারতে শ্যুটিং শেষ করে তারপর মুক্তি দেবার প্রস্তুতি নিবে নির্মাতা।

শাকিব-জয়া ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন ইমন ও মৌসুমি হামিদ। ছবির পাঁচটি গানই লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস।

ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটি এ বছরের ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য প্রথম সিকুয়াল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ঈদুল আজহায়।

সূত্র: এনটিভি অনলাইন


মন্তব্য করুন