Select Page

ভারত-বাংলাদেশে একসঙ্গে ‘ডুব’

ভারত-বাংলাদেশে একসঙ্গে ‘ডুব’

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ অনেকদিন আটকে আগে সেন্সর বোর্ডে। শোনা যাচ্ছে, ছোটখাট কিছু কাটের নির্দেশনা দিয়ে ছবিটি ছাড়া হবে। তার আগেই নির্মাতা জানালেন সর্বশেষ আপডেট।

রোববার ফেসবুকে তিনি লেখেন, ‘ডুব নিয়ে অনেক দিন ধরে আমরা কোনো আপডেট না দেয়াতে কিছু ভুলভাল তথ্য দেখা যাচ্ছে!

ডুব বাংলাদেশের সেন্সর বোর্ডের বিবেচনায় আছে! এবং সেন্সর নীতিমালার সকল ধারার সংগে পুরাপুরি সংগতিপূর্ন ছবিটার সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আমরা আছি!

আর ভারতে সেন্সরে ছবিটা এখনো জমাই দেয়া হয় নাই! ফলে ‘ভারতেও অনিশ্চয়তা’ জাতীয় গাঁজাখুরি গল্পে কান না দেয়াই ভালো! রিলিজ প্ল্যান অনুযায়ী সময় হওয়া মাত্রই সেখান থেকে ছবিটার সেন্সর সার্টিফিকেট নেয়া হবে! ভারত ও বাংলাদেশে একসাথে মুক্তি দেয়ার জন্য ভারতের প্রযোজকরা বাংলাদেশের সেন্সর সার্টিফিকেটের অপেক্ষা করছেন!

শীগগিরই আপনারা ছবির আপডেট জানতে পারবেন! আপনাদের জন্য বানানো ছবি আপনারা দেখবেনই!’


মন্তব্য করুন