Select Page

ভারত যাচ্ছে ‘রাজা বাবু’

ভারত যাচ্ছে ‘রাজা বাবু’

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় বাংলা ছবি ‘তোমাকে চাই’। বিনিময়ে কলকাতায় যাচ্ছে ঢাকার ‘রাজা বাবু’।

রাজীব কুমার পরিচালিত ‘তোমাকে চাই’ বাংলাদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। সোমবার ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হয়েছে। সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিতে যাচ্ছে। পয়লা বৈশাখকে টার্গেট করে মুক্তি পেতে পারে ছবিটি।

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন সিনেমাটি ভারতে মুক্তি পায়।

বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’তে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি। ছবিটি ২০১৫ সালে বাংলাদেশে মুক্তি পায়।


মন্তব্য করুন