Select Page

টেলিভিশনে ভালোবাসার চলচ্চিত্র

টেলিভিশনে ভালোবাসার চলচ্চিত্র

tarkata-filim_26683

বিশ্ব ভালোবাসা দিবসে টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ভালোবাসার চলচ্চিত্র। নিচে কয়েকটি চ্যানেলে প্রচারিত চলচ্চিত্রের নাম ও সময় জানানো হলো-

এনটিভিতে ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তারকাঁটা’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মৌসুমী, আহমেদ শরীফ, ফারুক আহমেদ, ডা. এজাজ প্রমুখ।

দেশ টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। সাফিউদ্দিন সাফির পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান ও জয়া আহসান, আরিফিন শুভ, রাজ্জাক, আনোয়ারা, মিমো, সাজু খাদেম।

image_58_110991

দুপুর ১টা ০৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে স্বপন আহমেদ পরিচালিত ‘লালটিপ’। এতে অভিনয় করেছেন কুসুম সিকদার, ইমন, এটিএম শামসুজ্জামান, সোহেল খান, শহিদুল আলম সাচ্চু ও মিশু সাব্বির।

একুশে টেলিভিশনে ‘মন ছুঁয়েছে মন’ প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন রিয়াজ ও শাবনূর।

7

এশিয়ান টিভিতে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে ‘অন্তরে অন্তরে’। শিবলী সাদিকের পরিচালনায় অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, রাজিব ও আনোয়ার। পরদিন একই সময়ে প্রচারিত হবে সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘মোল্লা বাড়ির বউ’। অভিনয় করেছেন রিয়াজ, মৌসুমী ও শাবনূর।


মন্তব্য করুন