Select Page

ভালোবাসা দিবসে পরীমণি

ভালোবাসা দিবসে পরীমণি

228তেরটির বেশী ছবিতে অভিনয় এবং চব্বিশটিরও বেশী চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পরও পরীমণি রূপালী পর্দায় উপস্থিত হতে পারেন নি একবারের জন্যও। রানা প্লাজা চলচ্চিত্রের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌছালেও সেন্সর বোর্ড আটকে দিয়েছে ছবিটি, ফলে একটি সুযোগ হাতের কাছে এসেও ফস্কে গিয়েছে। এতগুলো ছবির মধ্যে একটি মাত্র চলচ্চিত্র সেন্সর সনদ পেয়ে আগামী এপ্রিলে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। নতুন খবর হল, আগামী মাসেই পরীমণি হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে।

সম্প্রতি সেন্সর সনদ পাওয়া এ ছবিটির নাম ‘ভালোবাসা সীমাহীন’। পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল। সেন্সর সনদ পাওয়া এটি দ্বিতীয় চলচ্চিত্র হলেও এটিই পরীমণি অভিনীত প্রথম চলচ্চিত্র। ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন

সিনেমার গল্পে দেখা যাবে—মির্জা পরিবারের সন্তান ভালোবাসেন তালুকদার পরিবারের মেয়ে পরীমনিকে। তাঁদের এ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ান মিলন। পরীমনি বিয়ে করেন মিলনকে। তখন শুরু হয় সম্পর্কের নানা টানাপোড়েন। এভাবেই এগিয়ে গেছে চলচ্চিত্রের গল্প।

ছবি মুক্তি নিয়ে পরীমণি প্রথম আলোকে জানিয়েছেন, ‘ভালোবাসা সীমাহীন’ আমার প্রথম সিনেমা। প্রত্যাশাও একটু বেশি।’ তবে আগামী মাসেই ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে, ফলে একই সময় ছবি মুক্তি দেয়াটা ঝুঁকিপূর্ন হতে পারে বলে অনেকে আশংকা ব্যক্ত করেছেন।


১ টি মন্তব্য

মন্তব্য করুন

Shares