ভালোবাসা দিবস উপলক্ষে ‘নোলক
# বার বার পিছিয়ে যাওয়া ‘নোলক’-এর নতুন তারিখ দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তি পাবে ২০১৯ সালের ভালোবাসা দিবস উপলক্ষে
# ৭০ শতাংশ দৃশ্যায়নের পর বাদ দেওয়া হয় পরিচালক রাশেদ রাহাকে
# অভিনয় করেছেন শাকিব খান ও ববি। এর আগে তাদের কয়েকটি ছবিতে দেখা যায়
বৈশাখে মুক্তির ঘোষণা দিয়ে শুরু হয়েছিল ‘নোলক’। কিন্তু পরিচালকের সঙ্গে প্রযোজকের সমস্যা ও সিডিউল জটিলতায় বার বার পিছিয়েছে শাকিব খান-ববি অভিনীত ‘নোলক’। এবার প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আসছে ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা তাদের।
প্রতিষ্ঠানটি জানায়, ১৫ ফেব্রুয়ারি এটি সারাদেশে মুক্তি দিতে চায় তারা।
পরিচালক ও প্রযোজক সাকিব সনেট বলেন, ‘কাজ প্রায় শেষ। প্যাচওয়াকের কিছু কাজ বাকি। এটা হয়ে গেলেই আমরা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো। আশা করছি ভালোবাসা দিবসে এটি মুক্তি পাবে।’
এদিকে ছবিটির ৭০ শতাংশ কাজ করেছেন নির্মাতা রাশেদ রাহা। এরপর অপেশাদারিত্বের অভিযোগ এনে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতিতে পৃথক দুটি অভিযোগপত্র দিয়েছেন রাশেদ।
২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়েছিল ছবিটির কাজ। সেখানেই হয়েছে এর বেশিরভাগ দৃশ্যধারণ।
এর আগে রাজত্ব, রাজাবাবু ও হিরো দ্য সুপারস্টার সিনেমায় অভিনয় করেছেন শাকিব ও ববি। ‘নোলক’-এ আরো অভিনয় করছেন ওমর সানী, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।
সূত্র : বাংলা ট্রিবিউন