Select Page

ভিলেন চরিত্রে নিয়মিত হচ্ছেন স্বাধীন

ভিলেন চরিত্রে নিয়মিত হচ্ছেন স্বাধীন

image_40419_0জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভিলেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে  চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন।

ইতিমধ্যে বেশ ক’টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন  তিনি। এরমধ্যে রয়েছে  রিপন রহমানের ‘ছায়া মানব’, আলি আজাদের ‘ষোল আনা প্রেম’, রাজু আহমেদের ‘তবুও তুমি আমার’ ও সোহানুর রহমান সোহানের নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র।

অভিনয়ের শুরুতেই তিনি লন্ডনে ‘ব্রাদার্স ইন ট্রাবল’ ও  ‘বিগিনারস লাক’ নামে দুটি চলচ্চিত্রে কাজ করেছেন। দেশে ‘চন্দ্রকথা’সহ হুমায়ুন আহমেদের চারটি চলচ্চিত্রে কাজ করেছেন। আরো কাজ করেছেন রোহিঙ্গা নিয়ে জুবায়ের বাবুর ‘ফ্লোটিং ম্যান’, স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে মানিক মানবিকের ‘শোভনের স্বাধীনতা’ এবং অনিমেষ আইচের ‘না মানুষ’ চলচ্চিত্রে।

সুত্র: বাংলা মেইল ২৪.কম


মন্তব্য করুন