Select Page

ভোলায় মুক্তি পেয়েছে ‘ডুব’!

ভোলায় মুক্তি পেয়েছে ‘ডুব’!

শিরোনাম দেখে অবাক হতে পারেন। তার আগে আলোচনা করা যাক প্রেক্ষাপট ধরে।

নিশ্চয় মানবেন বছরের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত সিনেমা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সুনির্মিত ও আলোচনা তোলা সিনেমা নিয়মিত বিরতিতে উপহার দিয়েছেন এ নির্মাতা। বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছে ফারুকীর সিনেমা ও চিত্রনাট্য। সুতারাং নিশ্চয় চাইবেন ইতোমধ্যে রাশিয়ায় পুরস্কার পাওয়া ‘ডুব’ অস্কার মনোনয়নের জন্য প্রতিযোগিতা করুক। কিন্তু ৯০তম অস্কারের জন্য বিদেশি ভাষা বিভাগে ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর অথচ ‘ডুব’ মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। ঘটনা এখানেই।

বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে— কাগজপত্র অনুসারে ভোলার একটি সিনেমা হলে ১৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ডুব’। এ হিসেবে অস্কারের জন্য সিনেমাটি জমা দেওয়ায় কোনো বাধা থাকবে না।

তবে এ বিষয়ে ‘নো কমেন্টস’ অবস্থানে রয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এখন দেখার বিষয় ‘ডুব’ তার বাংলাদেশি ছবির দৌড়ে কতটা এগিয়ে থাকে। নিশ্চয় ফারুকী ভক্তরা সুকামনাই করবেন। তেমনটাই থাকুক তবে!

এর আগেও বিভিন্ন সিনেমা কৌশলগত কারণে ঢাকার বাইরে অখ্যাত কোনো হলে মুক্তি দিতে দেখা যায়। শোনা যায়, জাজ মাল্টিমিডিয়ার এ বছরের সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পেয়েছিল আগের বছরের ডিসেম্বরে ভোলার কোনো একটি হলে। একই ঘটনা ঘটেছে সাফটা চুক্তির আওতায় আমদানি করা ‘ওয়ান’ সিনেমাটির ক্ষেত্রেও।


মন্তব্য করুন