Select Page

ভৌতিক ছবিতে শম্পা

ভৌতিক ছবিতে শম্পা

57773_e6এবার ভৌতিক ছবিতে অভিনয় করেছেন সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতা থেকে উঠে আসা  অভিনেত্রী শম্পা।

ছবির নাম ‘ওয়ানওয়ে রোড’। ছবিটি পরিচালনা করছেন এম ফেরদৌস রেজা।

একাধিক ছবিতে একই প্রতিযোগিতার মাধ্যমে আসা সাগরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তিনি। এবারের ভৌতিক ছবিটিও করছেন সাগরের বিপরীতে।

গতকাল থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন