Select Page

মধুর ক্যান্টিনের মধু হবেন সানী

মধুর ক্যান্টিনের মধু হবেন সানী

# অনেকদিন পর সিনেমার প্রধান চরিত্রে ওমর সানী
# ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত মধুর ক্যান্টিন নিয়ে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন
# এ সিনেমার মাধ্যমে প্রবীণ পরিচালক সাইদুর রহমান সাইদ ১৭ বছর পর নির্মাণে ফিরছেন
# অতিথি চরিত্রে আছেন মৌসুমী।

এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানীকে এখনো পর্দায় দেখা যায়। কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বা আলোচিত চরিত্রে নয়। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত মধুর ক্যান্টিন নিয়ে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মূল চরিত্র মধুর ভূমিকায় অভিনয় করবেন ওমর সানী। ছবিতে অতিথি চরিত্রে কাজ করছেন মৌসুমী।

এ সিনেমার মাধ্যমে প্রবীণ পরিচালক সাইদুর রহমান সাইদ ১৭ বছর পর আবার নির্মাণে ফিরছেন। সাইদ ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়জীবনে কাছ থেকে মধুদাকে দেখেছিলেন। তার জীবন নিয়ে এই সিনেমা।

পরিচালক সাইদুর রহমান সাইদ বলেন, ‘অনেক দিন ধরেই আমি ছবিটি নির্মাণ করার চেষ্টা করছিলাম। অনেক বেশি পরিকল্পনা নিয়ে কাজটি এগোতে হচ্ছে। এই ছবিতে ১৯৬৬ সাল থেকে ছয় দফা, ১১ দফা আন্দোলনের ইতিহাস থাকবে। পাশাপাশি সেই সময়ের প্রেম ও ভালোবাসার বিষয়গুলোও উঠে আসবে ছবিতে। গল্পটি ৬৬ সাল থেকে ৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত গড়াবে। আগামী ৪ তারিখ থেকে আমরা ছবির কাজ শুরু করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে গল্পটা তুলে ধরতে পারি।’

এমন একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভেবে দারুণ উচ্ছ্বসিত সানী। বলেন, ‘মধুর ক্যান্টিন বর্তমান প্রজন্মের কাছেও পরিচিত। এই ক্যান্টিনকে ঘিরে অনেকের অনেক ধরনের স্মৃতি আছে। মধুদার পাশাপাশি ছবিতে উঠে আসবে সেই সময়কার উত্তাল রাজনীতিও। পাণ্ডুলিপিটি দারুণ লেগেছে। ছবিটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি ঘটনাবহুল প্রেক্ষাপট হিসেবে থেকে যাবে।’

মধুর ক্যান্টিন ছবিতে ওমর সানি ও মৌসুমী ছাড়াও আরো অভিনয় করবেন অঞ্জনা । বাকি শিল্পীদের নাম দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন পরিচালক।

সূত্র : কালের কণ্ঠ ও এনটিভি


মন্তব্য করুন