Select Page

মধুর ক্যান্টিন : ওমর সানীর বিপরীতে অঞ্জু ঘোষ!

মধুর ক্যান্টিন : ওমর সানীর বিপরীতে অঞ্জু ঘোষ!

# ২৭ বছর পর গত সেপ্টেম্বরে কলকাতা থেকে ঢাকায় আসেন অঞ্জু ঘোষ
# সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য ‘মধুর ক্যান্টিন’ সিনেমায় এ নায়িকাকে দেখা যেতে পারে। পরিচালনা করবেন অঞ্জুর অন্যতম অভিনয়গুরু সাঈদুর রহমান সাঈদ
# এর আগে একই সিনেমায় অভিনয় করলেও পরস্পরের বিপরীতে প্রথমবার দেখা যাবে অঞ্জু-ওমর সানীকে
# সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রে আবার ফিরছেন কলকাতা প্রবাসী অঞ্জু ঘোষ। প্রায় ২৭ বছর পর গত সেপ্টেম্বরে ঢাকা বেড়াতে আসেন তিনি। তখনই তার অন্যতম অভিনয়গুরু পরিচালক সাঈদুর রহমান সাঈদ অঞ্জুকে নিয়ে মধুদার ঐতিহাসিক জীবনকাহিনী তুলে ধরে ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন।

এতে মধুদার চরিত্রে অভিনয় করবেন ওমর সানী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুদাকে নিয়ে এ চলচ্চিত্র নির্মাণ হবে। আর সেই চলচ্চিত্রে মধুদার স্ত্রী যোগমায়ার চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ।

ইতোমধ্যে অঞ্জুর সঙ্গে কথা বলেছেন সাঈদুর রহমান। তিনি জানান, চলচ্চিত্রটিতে মধুদাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের আগে ও পরের নানা চিত্র ফুটে উঠবে। ছবির কাহিনী সংলাপ, চিত্রনাট্য সবই তৈরি করেছেন নির্মাতা সাঈদ। সম্প্রতি মধুর ক্যান্টিনে এই ছবির মহরতও অনুষ্ঠিত হয়।

নির্মাতা জানান, ছবিটিতে ১৯৬৬ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মধুদার জীবনের নানা চিত্র উঠে আসবে। মধুদার স্ত্রী যোগমায়া এই মানুষটির জীবনের নানা ঘটন-অঘটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। যোগমায়াকে বাদ দিয়ে কখনো মধুদার জীবনকাহিনীর কথা ভাবা যায় না। ফলে এই চলচ্চিত্রে গুরুত্বের সঙ্গে যোগমায়ার চরিত্রে অঞ্জু ঘোষকে তুলে ধরা হবে। পরিচালকের কথায় যোগমায়া চরিত্রে অঞ্জু আর মধুদার চরিত্রে ওমর সানীর বিকল্প খুঁজে পাননি। তাই এই দুজনকে জুটি করে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

ঐতিহাসিক ৬ ও ১১ দফা আন্দোলনসহ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নানা দিক উঠে আসবে ‘মধুর ক্যান্টিন’ ছবিতে। ছবির চিত্রনাট্য তৈরিসহ প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। অঞ্জু ঘোষের সঙ্গে আলাপ করে শিগগিরই ছবির শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানান নির্মাতা সাঈদ।

এর আগে একই সিনেমায় অভিনয় করলেও এই প্রথমবার পরস্পরের বিপরীতে দেখা যাবে অঞ্জু-ওমর সানীকে।

সূত্র ; বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন