Select Page

‘মধুর ক্যান্টিন’ শুরু

‘মধুর ক্যান্টিন’ শুরু

 

মধুর ক্যান্টিনের সামনে ওমর সানী। এ সিনেমায় নাম ভূমিকায় আছেন তিনি।

# ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘মধুর ক্যান্টিন’ সিনেমার শুটিং
# সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় নাম ভূমিকায় আছেন ওমর সানী। তার বিপরীতে অঞ্জু ঘোষ অভিনয় করবেন
# ছবিতে সোহানা সাবার মেয়ে চরিত্রে আছেন মৌসুমী। প্রিয়দর্শিনী নায়িকার গল্প থেকে ফ্ল্যাশব্যাকে এগুবে সিনেমাটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মধুর ক্যান্টিন’ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। সেই মধুসূধন দে’র (মধু দা) ক্যান্টিনের গল্প দেখা যাবে সিনেমায়। নির্মাণ করছেন সাঈদুর রহমান সাঈদ। রোববার সন্ধ্যায় মধুর ক্যান্টিনের সামনে মহরতের পর সিনেমাটির শুটিং শুরু হয়।

মহরতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়া মধুসূধন দে’র ছেলে অরুণ কুমার, ওমর সানি, মৌসুমী, মহসীন পলাশ ও সোহানা সাবা, সিনেমাটির পরিচালক সাঈদুর রহমান সাঈদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকেই মহরতে উপস্থিত ছিলেন।

মহরতের পর মধুর ক্যান্টিনের সামনে শুটিংয়ে অংশ নেন মহসীন পলাশ ও মৌসুমী। তাদের অভিনয়ের মাধ্যমেই ক্যামেরা ওপেন হয়।

‘মধুর ক্যান্টিন’ সিনেমার মহরত

সাঈদুর রহমান সাঈদ ১৭ বছর পর ফিরলেন পরিচালনায়। তিনি জানালেন, ‘মধুর ক্যান্টিন’ সিনেমায় ওমর সানী মধু দা’র চরিত্রে অভিনয় করবেন আর মৌসুমীকে দেখা যাবে একজন যুদ্ধশিশুর চরিত্রে। মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়া একজন শিশু জীবনের এতোগুলো বছর পার করে এসে এখন কেমন আছেন? সেই গল্প ফুটে উঠবে মৌসুমীর চরিত্রে। ছবিটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন পলাশ আর তার বিপরীতেই থাকছে সোহানা সাবা।

শোনা যাচ্ছে, সিনেমাটিতে সোহানা সাবার মেয়ে চরিত্রে দেখা যাবে মৌসুমী। এছাড়া মধু দা’র স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কলকাতা প্রবাসী বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কে হত্যা করা হয়। সেই গল্প নিয়েই নির্মাণ হবে এই সিনেমা।

সূত্র : জাগো নিউজ


মন্তব্য করুন