Select Page

‘মনপুরা’র মতো ফেব্রুয়ারিতেই ‘স্বপ্নজাল’

‘মনপুরা’র মতো ফেব্রুয়ারিতেই ‘স্বপ্নজাল’

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল সাড়া জাগানো সিনেমা ‘মনপুরা’। এর নয় বছর পর নতুন সিনেমা ‌‘স্বপ্নজাল’ নিয়ে পর্দায় ফিরছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। নতুন সিনেমাটিও মুক্তি পাবে ফেব্রুয়ারিতে।

মাস কয়েক আগে ‘স্বপ্নজাল’-এর নির্মাণ শেষ হয়েছে। শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে। ছাড়পত্র পেলেই শুরু হবে প্রচারণা।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি পর্দা আলো করবে ‘স্বপ্নজাল’।

নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর গল্প। বছর দুয়েক আগে  চাঁদপুরে শুটিং শুরু হয় সিনেমাটির। চাঁদপুর ও কলকাতায় বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়েছে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোহান। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।


মন্তব্য করুন