Select Page

মনোযোগ কাড়বে তানিম, সুমন, যুবরাজ ও এবাদুরের সিনেমা

মনোযোগ কাড়বে তানিম, সুমন, যুবরাজ ও এবাদুরের সিনেমা

গত কয়েক বছরে ঢাকাই সিনেমা উৎসবকেন্দ্রিক হয়ে গেছে। এ প্রবণতায় গল্পপ্রধান সিনেমার তুলনায় সহিংস ও হানাহানি বেশি মনোযোগ পাচ্ছে। এর মাঝেও গত কয়েক বছরে বেশ কয়েকটি গল্পপ্রধান সিনেমা প্রশংসিত হয়েছে। সামনে মুক্তি পেতে যাওয়া তেমন কিছু সিনেমার খবর জেনে নিন। যেগুলো নির্মাণ করছেন প্রতিশ্রুতিশীল নির্মাতারা। ক্যামেরার সামনে আছেন প্রিয় কিছু মুখ।

মেজবাউর রহমান সুমন, তানিম নূর, এবাদুর রহমান ও যুবরাজ শামীম

একযুগ আগে চলচ্চিত্র ‘ফিরে এসো বেহুলা’ নিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তানিম নূর। এখন তিনি ওটিটির ‘কাইজার’-এর মতো নির্মাণ নিয়ে পরিচিত। এ পরিচালক এবার ফিরছেন চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত নতুন সিনেমা ‘উৎসব’ নিয়ে। হরর ফ্যান্টাসি ঘরানার এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, সুনেরাহ বিনতে কামাল ও চঞ্চল চৌধুরী। এছাড়া শোনা যাচ্ছে জয়া আহসান, অপি করিম ও সাদিয়া আয়মানের নাম। রাজশাহীতে হয়েছে এ সিনেমার শুটিং। মুক্তি পেতে পারে আগামী ঈদুল আজহায়।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’র মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমার নতুন মানদণ্ড তৈরি করেছেন ছোটপর্দার নামি নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাঝে জয়া আহসানের সঙ্গে ‘রইদ’ নামের সরকারি অনুদানের সিনেমার ঘোষণা দিলেও সেটি আপাতত হচ্ছে। তবে ‘হাওয়া’র নাজিফা তুষিকে নিয়ে দ্বিতীয় সিনেমার কাজ প্রায় গুছিয়ে এনেছেন। সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। সিনেমাটির একটি অংশের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে।

বড়পর্দায় হাতেগোনা দু-একবার অভিনয়ের ঝলক দেখানোর মতো সুযোগ পেয়েছেন মোশাররফ করিম, যার একটি নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। সম্প্রতি দুজনে মিলে শেষ করলেন সরকারি অনুদানের ‘কুরকাব’। শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। অনেকটা ‘গোপনেই’ শুটিং শেষে এখন চলছে পরবর্তী কাজ। ‘কুরকাব’ সিনেমায় মোশাররফের সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বি। এছাড়া বেশিরভাগ চরিত্রে আছেন নতুন শিল্পীরা।

নূর ইমরান মিঠু

এদিকে নাজিফা তুষিকে পাওয়া যাবে আরো একটি সিনেমায়। ‘চন্দ্রাবতীয় কথা’-খ্যাত এন রাশেদ চৌধুরীর সিনেমাটির নাম ‘সখী রঙ্গমালা’। অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সরকারি অনুদানের সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত ফেব্রুয়ারিতে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরো অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ।

এন রাশেদ চৌধুরী

রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’ ও নাসিরউদ্দীন ইউসুফের ‘আলফা’র চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন এবাদুর রহমান। তার প্রথম পূর্ণদের্ঘ্য সিনেমা ‘বাঙালি বিলাস’। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক খুঁজতে চলতি মাসে যোগ দিচ্ছেন ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মেয়।

২০২৩ সালের নভেম্বরে ‘বাঙালি বিলাস’-এর শুটিং শুরু করেন। এরপর গত বছরের এপ্রিলে শুটিং শেষে পোস্ট প্রোডাকশন শুরু করেন। ‘বাঙালি বিলাস’ এক নির্মাতার জার্নির গল্প। প্রবাসী বাংলাদেশি নির্মাতা ফাইয়াজ দেশে আসে নতুন সিনেমার কাজে। একজন বরেণ্য ব্যক্তিত্বের জীবন নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তার; কিন্তু আসার পর তার টাকা শেষ হয়ে যায়। বিনিয়োগের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করে। বিনোয়োগকারী ঠিক হলেও ছবির নায়িকা সঙ্গে তাদের মতবিরোধ হয়। এভাবেই এগিয়ে যায় গল্প।

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের ‘বাঙালি বিলাস’ ছবিটি যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে গড়ে তুলেছে এক জটিল কিন্তু গভীরভাবে সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা। নির্মাতা বলছেন, ‘‘এখানে রয়েছে ‘ফিল্ম-উইদিন-আ-ফিল্ম’ কাঠামো। যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী—এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে।’’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম ও ভারতের ঋ সেন।

একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়া ‘আদিম’-এর পরিচালক যুবরাজ শামীম। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘অতল’-এর এক ঝলক। যেখানে দৃশ্যের ভেতর অনেক অন্তরাল গল্পের ইঙ্গিত দেয়া হয়েছে। ছবিটি সম্পর্কে বেশকিছু জানা না গেলেও শিগগিরই মুক্তি পাবে এমনটাই খবর।

মোহাম্মদ তাওকীর ইসলাম

ওটিটি দুনিয়ার আলোচিত দুই ওয়েব সিরিজ ‘সিনপাট’ ও ‘শাটিকাপ’। সিরিজ দুটি দিয়ে ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। বিশেষ করে পর্দায় ভিন্ন ধাঁচে গল্প উপস্থাপনে জুড়ি নেই তাঁর। এবার ওয়েব সিরিজ নয়, পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। নির্মিতব্য চলচ্চিত্রটির নাম প্রকাশ না করে সংবাদমাধ্যমকে সিনেমাটি সম্পর্কে তাওকীর বললেন, ‘খুলনার খুবই প্রত্যন্ত অঞ্চলে আমরা এটির শুট করেছি, গ্রামটা অনেকটা দ্বীপের মতো; জায়গাটার চারদিকেই নদী। এই ছবিতেও কোনো পেশাদার অভিনয়শিল্পীকে দেখা যাবে না। এটাও আসলে অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়েই একটি কাজ। কাজটা সেই এলাকার মানুষজনকে নিয়েই করা। ক্যামেরার পেছনেও অনেক মানুষ ছিলেন, যারা স্থানীয়। আমরা ৭-৮ জনের একটা টিম ছিলাম, বাকি সবাই ওখানকার। ক্যামেরার সামনে তো তারাই, ক্যামেরার পেছনেও তারা খুব বড় ভূমিকা রেখেছেন।’

জানা যায়, ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমা মূলত প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন তাওকীর। তবে এর আগে সেটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চান আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে। এভাবে কয়েকটি উৎসবে প্রদর্শনীর পর সেটি দেশের প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাবেন দর্শকরা। শুধু এখানেই শেষ নয়, আরও দুটি চলচ্চিত্রের কাজ রয়েছে তাওকীরের হাতে। এর মধ্যে একটি ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া শিশুতোষ চলচ্চিত্র ‘অদ-ভুত’। এরইমধ্যে এর প্রি-প্রোডাকশনের কাজ শেষ, চলতি বছরেই তা শুটিং ফ্লোরে গড়াবে। অন্যদিকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যে ৮টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে, সেই প্রকল্পে রাজশাহী বিভাগের চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন এই নির্মাতা। এরইমধ্যে ওয়ার্কশপ সম্পন্ন, অপেক্ষা শুধু ছবিটা নির্মাণের। এটিরও নাম প্রকাশ করতে চাইলেন না তিনি!

পিপলু আর খানের পূর্ণদের্ঘ্যের কাজ ছিল আওয়ামী লীগের প্রচারণার সঙ্গে যুক্ত ‘হাসিনা: আর ডর্টাস টেলস’। এবার তিনি প্রথম ফিকশন বানালেন, ‘জয়া আর শারমিন’। জয়া আহসান ও মহসিনা আখতার অভিনীত করোনাকালীন নির্মাণটি চলতি মাসেই মুক্তি পাচ্ছে।


Leave a reply