Select Page

মন ছুঁয়ে যায় ছবিতে শিরিন শিলা

মন ছুঁয়ে যায় ছবিতে শিরিন শিলা

mon chhuye jayগতকাল ১১ জুন সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কনভেশন সেন্টারে হয়ে গেল ‘মন ছুঁয়ে যায়’ ছবির মহরত। গুডলাক মুভিজ প্রযোজিত এবং মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা, অরিন ও নবাগত নায়ক শুভ। 

নতুন মুখ নিয়ে ছবি করার জন্য পরিচিতি রয়েছে ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর। এই ছবিতেও পরিচিত দুই নায়িকার সঙ্গে তিনি উপহার দিচ্ছেন নতুন এক নবাগতকে।

ছবিটির বিষয়ে নায়িকা শিরিন শিলা এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির গল্পে দেখা যাবে আমি বড়লোকের মেয়ে। বাবার ব্যবসা দেখাশোনা করি, উগ্র জীবনযাপনে অভ্যস্ত। গ্রামের একটি ছেলের সঙ্গে আমার দেখা হওয়ার পর থেকে আমার জীবনযাপনের ধরন পাল্টাতে থাকে। ছবির গল্পটা অনেক সুন্দর, আশা করি সবার ভালো লাগবে। রোজার মধ্যেই আমাদের শুটিং শুরু হবে।’

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বাবু বলেন, ‘এটি একটি ত্রিভুজ প্রেমের গল্প। নবাগত নায়ক নিয়ে কাজ করলেও আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’


Leave a reply