Select Page

মন জিতে নিলো ‘পরাণ’ (টিজার)

মন জিতে নিলো ‘পরাণ’ (টিজার)

নৃশংসতা ও প্রেমকে এক ফ্রেমে বেঁধেছেন রায়হান রাফী। দর্শক দেখে শিউরে উঠেছেন। বলছিলাম ‘পরাণ‘ টিজারের কথা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার বেলা ১২টায় প্রকাশ হয়েছে রাফী অতিপ্রত্যাশিত ছবিটির টিজার। তিন তারকা শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের লুক আগেই স্থিরচিত্রে দেখা গেছে। এবার সচল চিত্রে ফুটে উঠেছে চরিত্রগুলোর গল্পের টুকরো টুকরো অংশ। চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্যভাবেই তুলে ধরা হয়ে সেখানে।

রাজের রাফ অ্যান্ড টাফ অবতার, সঙ্গে মিমের সরল অভিব্যক্তি। অবশ্য খানিকটা ব্যাকফুটে সরে গেছেন ইয়াশ। তবে ছবিই বলবে শেষ কথা।

যেখানে পাশাপাশি দৃশ্যে এসেছে প্রেম, বিরহ ও নিষ্ঠুরতা। যা থমকে দিয়েছে দর্শকদের।চমৎকার চিত্রগ্রহণ, কালার শেড ও সম্পাদনার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে গা হিম করা সংগীত। সব মিলিয়ে একদম জমিয়ে দিয়েছেন রায়হান রাফী।

টিজারে বলা হচ্ছে, সত্য ঘটনা অবলম্বনে ‘পরাণ’ নির্মিত হয়েছে। অনেকে বরগুণা রিফাত হত্যার সঙ্গে মিলিয়ে দেখছেন। এ ছাড়া ছবিতে ইয়াশের নামও সিফাত। যদিও নির্মাতা বলছেন, একজন মেয়েকে দুটো ছেলেই ভালোবাসে। আমাদের চারপাশে এমন হরহামেশাই দেখা যায়, বা একজন ছেলের দুটো মেয়ের সঙ্গে প্রেম থাকে। আমার ‘পরাণ’ ছবির গল্প সরাসরি রিফাত-মিন্নির ঘটনা নিয়ে নির্মিত নয়। আর টিজারে তো সবকিছু বলে দেব না।

রাফী আরও বলেন, ট্রেলার আসবে তখন দর্শক আরও পরিষ্কার হবে। তবে হ্যাঁ, একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি বানিয়েছি। কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছি সেটা দর্শক পুরো ছবি দেখলে বুঝতে পারবে। এর আগে আমি কোনোভাবেই জানাবো না।

আরও শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শিল্পী সরকার অপু, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু ও মিলি বাশার। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘পরাণ’ শিগগিরই সেন্সরে জমা পড়বে।


মন্তব্য করুন