Select Page

‘মরিচীকা’ নয় ‘আইসক্রিম’

‘মরিচীকা’ নয় ‘আইসক্রিম’

Rony

নির্মাতা রেদওয়ান রনি ‌‘মরিচীকা’ নাম একটি চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন গতবছর। ওই চলচ্চিত্রের আগেই শুরু করছেন অন্য একটি চলচ্চিত্র, নাম ‘আইসক্রিম’। এ সময়ের তরুণদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।

নতুন এ চলচ্চিত্রে থাকবে একঝাঁক নতুন মুখ। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তুশি, রাজ ও উদয়।

নিজের প্রথম চলচ্চিত্রের প্রসঙ্গ ধরে রনি বলেন, ‘চোরাবালি’ ছবিটি ছিল তারকায় ভরপুর। এবার একদম নতুনদের নিয়ে নতুন কিছু করে দেখাতে চাই। এরা আগে কোথাও অভিনয় করেননি। তিন মাস ধরে আমরা ওদের গ্রুমিং করাচ্ছি। তিনজনই দারুণ সম্ভাবনাময়।

তিনি আরো জানান, আগামী ৫ মার্চ শুটিংয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিন যাচ্ছে ‘আইসক্রিম’টিম। সেখানে টানা পাঁচদিন চলবে ছবির শুটিং। পিং-পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবির শুটিং শেষ হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝি।


মন্তব্য করুন