Select Page

‘মাতাল হাওয়া’র পর থ্রিলার ঘরানার ‘রঙ্গনা’র ঘোষণা

‘মাতাল হাওয়া’র পর থ্রিলার ঘরানার ‘রঙ্গনা’র ঘোষণা

কিছুদিন আগে নিজের জন্মদিনে ‘মাতাল হাওয়া’শিরোনামের এক সিনেমার ঘোষণা দেন শাবনূর। চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। এবার জানা গেল, আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার প্রধান মুখও এ নায়িকা।

নিজের প্রথম সিনেমায় শাবনূরকে বেছে নেয়ার কারণ প্রসঙ্গে পরিচালক আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে।’

আরো বলেন, ‘নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু করবো। টানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

‘রঙ্গনা’ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘‘অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে ফিরবো। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’’

এ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এ সিনেমায় তাকে দর্শক একদমই পছন্দ করেননি।


মন্তব্য করুন