Select Page

মাতৃভাষা দিবসে ‘আকাশ কত দূরে’

মাতৃভাষা দিবসে ‘আকাশ কত দূরে’

Akash-Koto-Dure-235x275ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘আকাশ কত দূরে’ ছবির। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে যায়। ছবিটি পরিচালনা করেছেন সামিয়া জামান। পরিচালক আশা করছেন ২০১৪ সালের আন্র্জাতিক মাতৃভাষা দিবসে ছবিটি মুক্তি পাবে।

‘আকাশ কত দূরে’ ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন জুলফিকার রাসেল। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মভার্সা মিডিয়া

প্রধান চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা ফারিয়া ও শিশুশিল্পী অঙ্কন।

উল্লেখ্য, ২০১০-এ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালে। ছবিটির নির্মাণ শেষ হয় ২০১২ সালে। ২০১৩-এর এপ্রিল মাসে সেন্সর সার্টিফিকেট লাভ করে ‘আকাশ কত দূরে’ এবং আশা করা যায় ২০১৪ সালে সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে।


মন্তব্য করুন