Select Page

মাত্র ২২ হলে ‘পোড়ামন ২’, কেন? সাথে হল লিস্ট

মাত্র ২২ হলে ‘পোড়ামন ২’, কেন? সাথে হল লিস্ট

প্রত্যাশার চেয়ে কম হলে মুক্তি পাচ্ছে ‘পোড়ামন ২’। এর পেছনের কারণও জানালেন প্রযোজক আব্দুল আজিজ। তবে এর পেছনে সিনে রাজনীতির কোন কৌশল রয়েছে স্পষ্ট নয়।

সারাদেশে মাত্র ২২টি সিনেমা হলে ‘পোড়ামন-২’ ছবিটি মুক্তি পাচ্ছে।

‘সুপার হিরো’ ছবির জন্যই এত কম হলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে বলে এনটিভিকে জানান আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘এই ঈদে ‘সুপার হিরো’ ছবি নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল, আমরা ছবিটির পাশে দাঁড়িয়েছি। সেন্সর করানোর ব্যবস্থা করেছি। এই ছবিটি যেন বেশি সিনেমা হলে মুক্তি দিতে পারে তাই আমরা নিজের প্রযোজিত ছবি কম সিনেমা হলে মুক্তি দিচ্ছি। এখন তো ‘সুপার হিরো’ সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে। আশা করি সারাদেশের মানুষ ছবিটি দেখতে পাবে।’

‘সুপার হিরো’র জন্য হল ছেড়ে দিলে ‘পোড়ামন-২’ ছবিটি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে আব্দুল আজিজ বলছেন, তাঁরা চান ভালো ছবি মানুষ বেশি করে দেখুক। তিনি বলেন, ‘আমি আসলে সব সময়ই ভালো চলচ্চিত্রের পক্ষের মানুষ। আমি দেখেছি ‘সুপার হিরো’ ছবিটি ভালো হয়েছে। আমি মনে করি, এই ধরনের ছবি অবশ্যই ঈদের মতো সময় মুক্তি পাওয়া উচিত। আর আমাদের ছবি ‘পোড়ামন ২’ও ভালো হয়েছে, আমি বিশ্বাস করি ঈদের পরও ‘পোড়ামন ২’ ছবিটি দেখবেন দর্শক। আমরা ঠিক সময় মতো টাকা তুলে ফেলতে পারব।’

রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন-২’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি ও সিয়াম আহমেদ। সিয়াম ও পূজা ছাড়াও ছবিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আনোয়ারা, বাপ্পারাজ প্রমুখ।


মন্তব্য করুন