Select Page

মানববন্ধনে যা বললেন চলচ্চিত্র কলা-কুশলীরা

মানববন্ধনে যা বললেন চলচ্চিত্র কলা-কুশলীরা

indian-movie

ভারতীয় চলচ্চিত্র আমদানি বাতিল ও যৌথ প্রযোজনার স্বচ্ছতার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকাই সিনেমার চলচ্চিত্র কর্মীরা। বুধবার দুপুরে এফডিসির মূল ফটকের সামনে বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচাতে বৃষ্টিতে ভিজেই মানববন্ধন করেছেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র অ্যাকশন গ্রুপ, সিডাবসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও কয়েকটি সংগঠন।

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি নায়ক শাকিব খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতীয় ছবির এই অসম আদান-প্রদান বন্ধ করতে হবে। আমাদের দেশ থেকে নামে ভারত পুরনো ছবি নিচ্ছে। সেই সব ছবি ওখানে ঠিকমতো চালানোও হয় না। ছবি চালালেও সেটা ওখানকার আনকোরা সিনেমা হলেই চালানো হয়। যেখানে কেউ ছবি দেখতেই যায় না। তিনি আরও বলেন, আমাদের বাজার দখল করার জন্য এখানে পাঠনো হয় ভারতের নতুন ছবি। এটা আর কিছুই নয় আমাদের ছবির বাজার দখল করার পাঁয়তারা।

পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, অসমভাবে ভারতীয় ছবি আমদানি বন্ধ না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন বঙ্গবন্ধুর গড়া এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ধ্বংসের হাত থেকে বাঁচান।

পরিচালক সমিতির সভাপতি সহ-সভাপতি পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, এর আগে আমরা হিন্দি ছবি আমদানি বন্ধের আন্দোলন করেছি। সফল হয়েছি। দেশের স্বার্থে করা আমাদের এই আন্দোলনও সফল হবে।

পরিচালক সমিতির সভাপতি মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা আন্দোলনে নামলেই আমাদের আশ্বাস দেওয়া হয়। আমরা থেমে গেলেই একটি কুচক্রী মহল ভারতীয় ছবি আমদানি করার পাঁয়তারা করে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না।

এছাড়া তার যৌথ প্রযোজনা যাতে যৌথ প্রতারণা না হয়, সরকারকে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পরিচালক আজিজুর রহমান, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়ক ওমর সানী, ডানি সিডাকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


মন্তব্য করুন