Select Page

মান্নার কারণে আটকে গেল ‘বেগম জান’

মান্নার কারণে আটকে গেল ‘বেগম জান’

মান্না মারা গেছেন এক যুগ আগে। আর নায়ক করে নির্মিত সিনেমার কারণে আটকে গেল পরিচালকের সাম্প্রতিক সিনেমা। জানা যায়, মান্না-মৌসুমীকে নিয়ে ‘অপমানের বদলা’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন পরিচালক মোহাম্মদ আসলাম। কিন্তু ৯০ ভাগ কাজ শেষ করার মাঝেই না ফেরার দেশে চলে যান মান্না। এতে থেমে যায় সিনেমাটির বাকি কাজ।

অন্যদিকে এফডিসি কর্তৃপক্ষের সিনেমাটির প্রযোজকের কাছে এখনো ৮ লাখ টাকা বকেয়া রয়েছে। সেই কারণে ‘অপমানের বদলা’ কাল হয়ে দাঁড়িয়েছে ‘বেগম জান’ সিনেমার জন্য। কারণ দুটি সিনেমার নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ আসলাম।

‘বেগম জান’ সিনেমার নির্মাণ কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দিয়েছেন পরিচালক। কিন্তু বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের ৮ লাখ টাকা বকেয়া পরিশোধ না করলে এ সিনেমার অনাপত্তিপত্র দেয়া হবে না। এ নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন এই নির্মাতা।

এ প্রসঙ্গে মোহাম্মদ আসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘বেগম জান’ সিনেমার জন্য এফডিসিতে অনাপত্তিপত্রের আবেদন করেছিলাম। কিন্তু এফডিসি কর্তৃপক্ষ ‘অপমানের বদলা’ সিনেমার বকেয়া ৮ লাখ টাকা পরিশোধের কথা বলেছেন। কিন্তু ‘অপমানের বদলা’ সিনেমার কাজ শেষ করে মুক্তি দিতে পারিনি। কারণ মান্না ভাই হঠাৎ মারা গেলেন। সিনেমাটির ৯০ ভাগ কাজ শেষ করেছি, এতে প্রায় ১ কোটি টাকা খরচ করেছি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে এমনিতেই লোকসানে আছি। বিষয়টি বুঝিয়ে এখন এফডিসিতে একটি চিঠি দিব। আশা করছি, তারা বিষয়টি বিবেচনা করবেন।’’

‘বেগম জান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন-শিরিন শিলা, সাইফ খান-অরিন, অভি-তানিন সুবহা।


মন্তব্য করুন