Select Page

মারা গেছেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

মারা গেছেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

অসংখ্য কালজয়ী গানের গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭৭ বছর বয়সে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন।

গত জানুয়ারির শুরুতে নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়েন কাওসার আহমেদ চৌধুরী। তার একমাত্র সন্তান অস্ট্রেলিয়া-প্রবাসী আহমেদ সাফি চৌধুরী ঢাকায় এসে ৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়াটিভ কেয়ার সেন্টারে তাকে ভর্তি করান। ১০ ফেব্রুয়ারি তাঁকে একটা বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেদিনই জানা যায় তিনি কোভিড-আক্রান্ত। কাওসার আহমেদ চৌধুরী কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

কাওসার আহমেদ চৌধুরীর লেখা জনপ্রিয় ও কালজয়ী গানগুলোর মধ্যে আছে ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’, ‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘আজ এই বৃষ্টির কান্না শুনে’, ‘আমায় ডেকো না’ ইত্যাদি। পত্রিকার রাশিফলের জন্যও কাওসার আহমেদ জনপ্রিয় ছিলেন। ভাগ্য গণনা নিয়ে প্রকাশ হয়েছে তার বই ‘ভাগ্য গণনার সহজ উপায়’। এ ছাড়া ‘ঘুম কিনে খাই’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে।

১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে কাওসার আহমেদ চৌধুরীর জন্ম। তার বাবা মোসাহেদ চৌধুরী। কাওসার আহমেদ চৌধুরী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। চারুকলায় পড়াশোনা করলেও সম্পন্ন করেননি। চলচ্চিত্রে নির্মাণে তাঁর আগ্রহ ছিল। একাধিক তথ্যচিত্রও তিনি নির্মাণ করেন। পেশাজীবনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করেছেন।


মন্তব্য করুন