Select Page

মার্চে শুরু ‘ঢাকা অ্যাটাক’ সিক্যুয়াল, বদলে যাচ্ছে পরিচালক

মার্চে শুরু ‘ঢাকা অ্যাটাক’ সিক্যুয়াল, বদলে যাচ্ছে পরিচালক

# ‘ঢাকা অ্যাটাক’ সিক্যুয়ালের শুটিং শুরু হতে যাচ্ছে মার্চে
# ছবিটির নাম ‘মিশন এক্সট্রিম’
# পরিচালনায় থাকছেন না আগের কিস্তির দীপংকর দীপন, তার বদলে আসছেন ফয়সাল আহমেদ
# নায়ক যথারীতি আরিফিন শুভ। থাকছেন তাসকিন রহমানও

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার দীপংকর দীপনের ছবি ‘ঢাকা অ্যাটাক’ । সিক্যুয়াল নির্মাণের ইঙ্গিত ছিল ছবির শেষ দৃশ্যেই। দারুণ ব্যবসাসফল হওয়ার পরপরই  ঘোষণাটি আবার দেওয়া হয়। প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন এবার কথা রাখতে যাচ্ছে।

তবে এবার পরিচালক হিসেবে থাকছেন না দীপংকর দীপন। আর শুটিং শুরু হবে সামনের মার্চে।

‘মিশন এক্সট্রিম’ নামের এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখছেন ‘ঢাকা অ্যাটাক’-এর সানী সানোয়ারই। এবারও থাকছে ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশন। নায়ক যথারীতি আরিফিন শুভ। তাসকিন রহমানও থাকছেন।

দীপংকর দীপনের জায়গায় এবার পরিচালক হিসেবে দেখা যাবে ফয়সাল আহমেদকে। ‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান সহকারী ছিলেন ফয়সাল।

কালের কণ্ঠকে সানী বলেন, ‘গল্পে শুভকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, পেশাদার ও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে এবাবের কিস্তি। বাকি শিল্পী ও কলাকুশলী শিগগিরই নির্বাচন করা হবে। আগামী বছরের মার্চে শুরু হবে শুটিং।’


মন্তব্য করুন